ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল ইয়হিয়া সারের বিবৃতির বরাত দিয়ে মেহের নিউজ জানিয়েছে, ইসরাইলের সেনা ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন।
বৃহস্পতিবার অধিকৃত নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি ইসরাইলের দক্ষিণাঞ্চলেও দুটি পৃথক হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র ড্রোন ইউনিট।
জেনারেল ইয়াহিয়া সারে জানান, রামন বিমানবন্দর লক্ষ্য করে দুটি ড্রোন এবং নেগেভ অঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলাগুলো গাজায় ইসরাইলি আগ্রাসন ও ইয়েমেনের ভূখণ্ডে তেল আবিবের আগ্রাসনের পাল্টা প্রতিক্রিয়া। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের সমর্থন অব্যাহত থাকবে এবং ইসরাইলি আগ্রাসনের জবাবে উপযুক্ত পদক্ষেপ নিতে ইয়েমেন সক্ষম।
এদিকে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরাইলের দখলকৃত এলাকাগুলোয় কোনো স্থান আর নিরাপদ থাকবে না। আনসারুল্লাহর গণমাধ্যম বিভাগের পরিচালক আবদুল্লাহ আল-আহনুমি বৃহস্পতিবার বলেন, সানার তাহরির স্কয়ারে ইসরাইলি বিমান হামলায় বেসামরিক নাগরিকদের হত্যার ভয়াবহ অপরাধের জবাব দেয়া হবে। তিনি আরও বলেন, ইয়েমেনের পাল্টা হামলা ইসরাইলের সামরিক ঘাঁটি, বিমানবন্দর, বসতি এলাকার জনসমাগম ও অন্যান্য সংবেদনশীল স্থানগুলোতে আঘাত হানবে।
একদিন আগেই ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় আল জাওফ প্রদেশে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরাইল। এতে অঞ্চলগুলোর প্রায় তিন ডজন বেসামরিক নাগরিক নিহত এবং এবং কমপক্ষে ১৩০ জন আহত হয়েছেন।