ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহবান জানিয়েছেন জর্ডানের এমপিরা

আন্তর্জাতিক মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

পবিত্র রমজান মাসে জেরুজালেমে আল-আকসা মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ওপর নির্বিচারে হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরাইলের সঙ্গে সম্পর্কচ্ছেদের আহŸান জানিয়েছেন জর্ডানের রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ নাগরিকরা।

ইহুদিবাদীদের বর্বরতার প্রতিবাদে দেশটির সাধারণ মানুষের সঙ্গে এমপিরাও তেলআবিবের সঙ্গে আর সম্পর্ক রাখতে চান না। জর্ডান পার্লামেন্টের ৭৬ সদস্য দেশটির সরকারের কাছে এ ব্যাপারে লিখিত আবেদন করেছেন। আরব নিউজ।

গাজা উপত্যকায় মঙ্গলবার প্রথম প্রহরে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বিগত কয়েক মাসের মধ্যে এটি ছিল তাদের প্রথম বিমান হামলা। জেরুজালেমের পবিত্র স্থানে সপ্তাহান্তে সহিংসতা ছড়িয়ে পড়া উত্তেজনার মধ্যে ইসরাইল এ বিমান হামলা চালালো। খবর এএফপি’র।

খবরে বলা হয়েছে, ইসলামি গ্রুপ হামাস নিয়ন্ত্রিত এ উপত্যকা থেকে রকেট হামলার পর সোমবার রাতে ইসরাইলের দক্ষিণাঞ্চলে সতর্ক সংকেত বাজানো হয়। গত জানুয়ারির পর এ ধরনের প্রথম ঘটনা এটি।

তেল আবিবের সমুদ্রোপকূলে রকেটটি ভূপাতিত করা হয় বলে ইসরাইলি একটি সূত্র জানায়।

ইসরাইলের সামরিক বাহিনীর দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘গাজা উপত্যকা থেকে ছোড়া একটি রকেট ইসরাইল ভূখণ্ডে আঘাত হানে। রকেটটি আয়রন ডোম ডিফেন্স সিস্টেমের সাহায্যে ঠেকিয়ে দেয়া হয়।’

এর কয়েক ঘণ্টা পর ইসরাইলি বিমানবাহিনী জানায়, ওই রকেট হামলার জবাবে তারা হামাসের একটি অস্ত্র তৈরির কারখানায় বিমান হামলা চালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *