ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রীর ছেলে গাজায় নিহত

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

গাজায় হামাসের সাথে তীব্র লড়াইয়ে ইসরায়েলের বর্তমান যুদ্ধকালীন মন্ত্রিসভার মন্ত্রী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের ছেলে গ্যাল মায়ার আইজেনকট নিহত হয়েছে। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি সুড়ঙ্গে বোমার বিস্ফোরণে গুরুতর আহত হয় গ্যাল মায়ার। এরপর তাকে দ্রুত ইসরায়েলে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) যুদ্ধকালীন মন্ত্রীর ছেলে সহ জোনাথান ডেভিড ডিচ নামে আরও এক সেনা নিহত হয়েছে।

হামাসকে উৎখাত করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধকালীন যে মন্ত্রিসভা গঠন করেন, গাদি আইজেনকট সেখানে মন্ত্রি হিসেবে যোগ দেন। তবে হামাসকে নির্মূল করতে গিয়ে নিজের সন্তানকে হারালেন মন্ত্রী গাদি আইজেনকট। এছাড়া গাজায় স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত ইসরায়েলি ৯০ সেনা প্রাণ হারিয়েছে।

এদিকে হামাসের সামরিক শাখা আলকাসেম ব্রিগেড জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় তাদের হামলায় ৭৯ ইসরায়েলি যানবাহনের কোনোটা আংশিক আবার কোনোটা পরিপূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। সুত্র: সিএনএন ও টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *