ইলিয়াস আলী সিলেট জেলা বিএনপির প্রথম সদস্য!

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

সিলেট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত রোববার রাত ১০টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়। প্রায় ১১ বছর ধরে ‘নিখোঁজ’ বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে সিলেট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে ১ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে বিভিন্ন পদে ১৫১ জন এবং উপদেষ্টা করা হয়েছে ৯১ জনকে। কমিটিতে সহসভাপতি ২০ জন, যুগ্ম সম্পাদক ১২ জন, সাংগঠনিক সম্পাদক ৫ জন এবং বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন ৩১ জন।

কমিটিতে ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা দ্বিতীয় সদস্য এবং তাদের ছেলে আবরার ইলিয়াস একাদশ সদস্য হয়েছেন।

২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী এলাকা থেকে ‘নিখোঁজ’ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। সাবেক ছাত্রদল নেতা এম ইলিয়াস আলী ছিলেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য।

ইলিয়াস আলীকে কমিটিতে রাখা প্রসঙ্গে বিএনপির জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা বিশ্বাস করি এম ইলিয়াস আলী বেঁচে আছেন এবং সরকার তাকে জোর করে গুম করে রেখেছে। এ বাস্তবতা বিবেচনা করে আমরা তাকে কমিটিতে সম্মানীত পদে রেখেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *