ইরান, ইয়েমেন ও লেবাননে ‘রক্তপাতের’ বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

লেবানন ও গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানাতে শুক্রবার ইরানের বিভিন্ন নগরী ও ইয়েমেনের রাজধানীতে লক্ষ লক্ষ মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে। তেহরান থেকে এএফপি’র সাংবাদিক ও রাষ্ট্রীয় এখবর গণমাধ্যম জানিয়েছে।

সরকারী সংবাদ সংস্থা ইরনা জানায়, কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে বুধবার লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর আন্দোলনের সমর্থনে এবং ফিলিস্তিনে ইহুদিবাদী শাসকের বর্বর হামলার নিন্দা জানিয়ে তেহরানসহ ইরানের অন্যান্য শহরগুলোতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এএফপি’র একজন সাংবাদিক জানিয়েছেন তেহরানে জুমার নামাজের পর শহরের কেন্দ্রস্থলে এঙ্গেলাব স্কয়ারের চারপাশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর প্রতিকৃতির পাশাপাশি ফিলিস্তিনি ও হিজবুল্লাহর পতাকা বহন করে। তারা, ‘ইসরায়েল ধ্বংস হোক। লেবাননের জয় হােক,’ স্লোগান দেয়।

বিক্ষোভকারীরা ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকাও পুড়িয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন সেমনান, কোম, কাশান, কেরমানশাহ, শিরাজ এবং বন্দর আব্বাসে বিভিন্ন বিক্ষোভের ফুটেজ সম্প্রচার করেছে। সানায় হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হয়। এদেরে মধ্যে অনেকে রাইফেল এবং প্ল্যাকার্ড নেড়ে বিক্ষোভ করে।

ইসরায়েলের মিত্র দেশ বাহরাইনে বিক্ষোভ মিছিলের উপর কঠোর নিষেধাজ্ঞা সত্বেও গাজা যুদ্ধ এবং লেবাননে বোমা হামলার নিন্দা জানিয়ে দুুটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *