ইরানের ওপর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

সাঈদ চৌধুরী

ইসরায়েলে হামলার পর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ইরানের শীর্ষস্থানীয় সামরিক ব্যক্তিত্ব-সহ মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকল (ইউএভি) এবং ক্ষেপণাস্ত্র শিল্পের কয়েকটি সংস্থা ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যুক্তরাজ্য সরকারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল ২০২৪) যুক্তরাজ্য ৭ ব্যক্তি এবং ৬ সংস্থাকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে, যারা ইরানকে ইসরায়েলের উপর সরাসরি আক্রমণ-সহ অস্থিতিশীল আঞ্চলিক কার্যকলাপ পরিচালনা করতে সক্ষম করেছে।

১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ইসরায়েলের বিমান হামলায় কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহতের বদলা হিসেবে গত শনিবার ইরান তার ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলে সরাসরি হামলা চালায়। এতে তারা তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন বলেছেন, মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার সময়ে ইসরায়েলের দিকে ইরান শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সিদ্ধান্ত হাজার হাজার বেসামরিক হতাহতের এবং এই অঞ্চলের জন্য বৃহত্তর সংঘাত বৃদ্ধির গুরুতর ঝুঁকি বহন করে।

পররাষ্ট্র সচিব জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তার উপস্থিতির সময় এই নিষেধাজ্ঞাগুলি ঘোষণা করেছেন। সেখানে তিনি বলেছেন, যুক্তরাজ্য এবং আমাদের মিত্ররা ইসরায়েলের নিরাপত্তা এবং আমাদের সমস্ত আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তার জন্য সমর্থন পুনর্নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানি শাসকদের আক্রমণ ছিল একটি বেপরোয়া এবং বিপজ্জনক কাজ। সরকারি বিবৃতিতে বলা হয়, একটি সার্বভৌম রাষ্ট্রের উপর ইরানের বিপজ্জনক আক্রমণের নিন্দা করেছে যুক্তরাজ্য, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং বিশ্ব মঞ্চে ইরানকে আরও বিচ্ছিন্ন করতে কাজ করেছে।

এদিকে যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের শাহেদ ড্রোন নির্মাণের সঙ্গে যুক্ত ১৬ ব্যক্তি এবং ২টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই ড্রোন ১৩ এপ্রিলের হামলায় ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় ও অংশীদার এবং মিত্রদের সাথে আলোচনার মাধ্যমে আমরা ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার জবাব দিতে দ্রুত ও সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছি। আগামী দিনে ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার লক্ষ্যে তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সুত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট, বিবিসি, এবিসি, এএফপি, রয়টার্স ও সরকারী বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *