ইমরান খান গ্রেপ্তার, ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

এশিয়া সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে পিটিআই দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছে। পরিস্থিতিতে সামাল দিতে পুলিশ ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে।

পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এর প্রতিবেদনে বলা হয়, আধা সামরিক বাহিনী পাক রেঞ্জার্স তাকে গ্রেপ্তার করে। একটি কালো রঙের গাড়িতে নিয়ে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। ইমরান তার নামে দায়ের করা কয়েকটি মামলায় জামিন নিতে আজ আদালতে হাজির হয়েছিলেন।

পিটিআই’র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী প্রথম টুইটে বলেছেন, ইসলামাবাদ হাইকোর্ট রেঞ্জার্সের দখলে রয়েছে। ইমরান খানের গাড়ি ঘিরে ফেলা হয়। আইনজীবীদের নির্যাতন করা হচ্ছে।

পরের টুইটে তিনি বলেন, আদালত চত্বর থেকে ইমরান খানকে অপহরণ করা হয়েছে। বেশ কিছু আইনজীবী এবং সাধারণ মানুষকে এ সময় নির্যাতন করা হয়েছে। অজ্ঞাত লোকজন ইমরান খানকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।

অপরদিকে পিটিআই’র আজহার মাশওয়ানি অভিযোগ করেন, আদালতের ভেতর থেকেই ইমরানকে অপহরণ করেছে রেঞ্জার্স। তাৎক্ষণিকভাবে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ ডেকেছে দল।

বেশ কয়েক দফা চেষ্টার পর ইমরান খানকে গ্রেপ্তার করো হলো। কিছুদিন আগে লাহোরের জামান পার্কের বাসা থেকে তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে ব্যর্থ হয়।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ইসলামাবাদ পুলিশ প্রধান, স্বরাষ্ট্র সচিব, অতিরিক্ত এটর্নি জেনারেলকে আজই আদালতে উপস্থিত হতে নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *