ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সোমবার পর্যন্ত স্থগিত

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

আজ শুক্রবার (২৫ মার্চ) পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব উপস্থাপনের কথা ছিল। তবে শেষমেশ অনাস্থা প্রস্তাব আলোচ্যসূচিতে উপস্থাপন না করেই আগামী সোমবার পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করা হয়েছে। সংসদের স্পিকার এই ঘোষণা দেন।

স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হওয়ার পরপরই শেষ হয়। স্পিকার বলেন, আমাদের সংসদের ঐতিহ্য অনুযায়ী যখনই (সংসদের) একজন সম্মানিত সদস্য মারা যান তখন তার সম্মানে জাতীয় সংসদের অধিবেশন পরবর্তী কার্যদিন পর্যন্ত মুলতবি করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আজকের অধিবেশনে দেশটির ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক ইন ইনসাফের (পিটিআই) শাহ মাহমুদ কোরেশি, শিরিন মাজারি, আসার ওমর এবং আলি মোহাম্মদ খান, গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (জিডিএ) ড. ফাহমিদা মির্জা যোগ দিয়েছিলেন।

অন্যদিকে বিরোধীপক্ষের তরফে নেতা শেহবাজ শরিফ, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি এবং কো-চেয়ার আসিফ আলি জারদারি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *