ইমরান খানের দল পিটিআই জমিয়তের সঙ্গে জোট বাঁধছে 

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবার জমিয়তে উলামায়ে ইসলাম- ফজলের (জেইউআই-এফ) সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে যৌথভাবে লড়াই করতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। আইন প্রণয়নের বিষয়ে উভয় দলের কমিটি যৌথ কর্মপরিকল্পনা তৈরি করবে এবং বর্তমান সরকারকে কঠিন সময় দেবে।

পিটিআই চেয়ারম্যান গওহর আলী খান শনিবার জেইউআই-এফের প্রধান মাওলানা ফজলুর রহমানের সঙ্গে তাঁর বাসভবনে বৈঠক করেন । এ সময় দলটির শীর্ষ নেতা আসান কায়সার, শিবলী ফারাজ, রউফ হাসান ও আখুনজাদা হোসাইন ইউসুফজায়ী উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পিটিআইয়ের মুখপাত্র রউফ হাসান বিষয়টি সাংবাদিকদের জানান।

গত মাসে পিটিআই নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার জেইউআই-এফের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে নতুন একটি রাজনৈতিক জোট গঠনের সম্ভাবনা নিয়ে দুই পক্ষের মধ্যে কমিটি পর্যায়ে আলোচনায় বসার জন্য আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দুই পক্ষের মধ্যে আলোচনায় বসার জন্য পাঁচ সদস্যের একটি লিয়াজোঁ কমিটি গঠন করে পিটিআই। অপর দিকে জেইউআই-এফ কামরান মুর্তজা মাওলানা লুৎফর রহমান, মুফতি ফজল গহর, আসলাম ঘাউরি ও মাওলানা আমজাদকে নিয়ে একটি কমিটি গঠন করে।

পিটিআই মুখপাত্র রউফ হাসান সাংবাদিকদের বলেন, গতকালের বৈঠকে দুই দলের শীর্ষ নেতারা অংশ নেন। এ সময় পারস্পরিক পরামর্শের মাধ্যমে জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কর্মসূচি চালিয়ে নিতে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

উল্লেখ্য, ২০২২ সালে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতা হারান তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান। জেইউআই-এফ তখন পিটিআই বিরোধী ছিল। গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল প্রকাশে কারচুপির অভিযোগ এনে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ হয়। এতে উভয় দল প্রতিবাদে অংশ নেয়। তখন থেকে দল দুই দলের মধ্যে নতুন সম্পর্ক সৃষ্টি হয়। – জিও নিউজ ও ডন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *