ইফতার মাহফিলেই ইন্তেকাল করেছেন খেলাফত আমির যোবায়ের আহমদ চৌধুরী

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

নারায়ণগঞ্জে একটি ইফতার মাহফিলে হঠাৎ করেই ইন্তেকাল করেছেন খেলাফত মজলিস বাংলাদেশের আমির ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বেফাকের সাবেক মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের জামতলা হীরা কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে ইফতার মাহফিলে মোনাজাত শেষে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিস ওই ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী।

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন জানান, আজানের পর যখন ইফতার শুরু হয় তখনই তিনি হেলে নিচের দিকে পড়ে যান। পরে উনাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান তিনি মারা গেছেন।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেক বলেন, আজ মহানগরের আয়োজনে ইফতার মাহফিল হয়। সেখানে সব নেতা উপস্থিত ছিলেন। সংগঠনের আমির প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে মোনাজাত করেন ডিআইটি মসজিদের খতিব আব্দুল আওয়াল। এরপর আজান হয়, আমির সাহেব ইফতারের এক লুকমা মুখে দেন। এরপরই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শহরের হার্ট সেন্টারে নেওয়া হয়।

নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের প্রচার সম্পাদক জাহিদ হাসান বলেছেন, ইফতারের সময় অসুস্থ হয়ে পড়েন মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী। দ্রুত তাঁকে শহরের চাষাঢ়ায় ইসলাম হার্ট সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তাঁরা জানান।

জাহিদ হাসান আরও বলেন, মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীকে গোসল করানো শেষে দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে তাঁর মরদেহ নেওয়া হবে মৌলভীবাজারে।

ইসলাম হার্ট সেন্টারের চিকিৎসক শাওন শাহরিয়ার বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান বলেন, ‘আমরা শুনেছি, খেলাফত মজলিসের আমির মাওলানা যোবায়ের আহমেদ চৌধুরী মারা গেছেন। তবে এ বিষয়ে আমাদের অফিসিয়ালি কেউ কিছু জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *