ইতিহাস সৃষ্টি করে উদযাপিত হলো সিডনি অপেরা হাউজে বাসভূমি সন্ধ্যা

অস্ট্রেলিয়া ফিচার বিনোদন সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

বিশ্বের সেরা আইকনিক ভেন্যু সিডনি অপেরা হাউজে সফলভাবে সম্পন্ন হলো বাসভূমির ২০ বছর পূর্তি উৎসব। এই উপলক্ষে গত ৩০ জুন শুধুমাত্র অস্ট্রেলিয়ার স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দেশজ সংস্কৃতির এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন হয় । বাসভূমি সন্ধ্যার এবারের থিম ছিলো “হাত বাড়ালেই বন্ধু”।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডিপ্লোম্যাটিক মিশনের কনসাল জেনারেল শাখাওয়াৎ হোসেন। বিশেষভাবে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি ড. সিরাজুল হক, অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েসনের সভাপতি আব্দুল মতিন, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম ও বিডি হাব সিডনির সভাপতি আব্দুল খান রতন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় আকিদুল ইসলাম

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আকিদুল ইসলাম ও রতন কুন্ডু। ঠিক সন্ধ্যে ৭ টায় সিডনির সাংস্কৃতিক ব্যক্তিত্ব লেখক-কলামিষ্ট ও বাসভূমি সন্ধ্যার ইভেন্ট ম্যানেজার ড. রতন কুন্ডু অনুষ্ঠান শুরুর সূচনা পর্বে আগত সকল অতিথিদের স্বাগত জানান। এরপর তিনি অস্ট্রেলিয়ার আদিবাসীদের প্রতি কৃতজ্ঞতা, সিডনি অপেরা হাউজ ব্যবহারের নিয়মাবলী, নির্দেশাবলী, হাউজ কিপিং ও পুরো অনুষ্ঠানের একটি চিত্র বর্ণনা করেন। এরপর তিনি বর্তমান প্রজন্মর শিল্পী সারসকে ডেকে নেন। সারস বেহালার সুরে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করে। এরপর একে একে সংগীত পরিবেশন করেন মোসতাফিজুর রহমান রাণা, স্বপ্ন ব্যান্ডের ইভানা খালেদ, বাংলাদেশ বেতার ও বিটিভির শিল্পী, ছায়ানটের সংগীত শিল্পী ইমরান হোসাইন ও কোলকাতার কন্ঠশিল্পী সুপর্ণা মুখার্জী।

অপেরা হাউসে বাসভূমি সন্ধ্যায় দর্শকদের একাংশ

এরপর মঞ্চে আসেন বাসভূমির প্রাণপুরুষ, নাট্যকার, পরিচালক, কনটেন্ট ক্রিয়েটার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আকিদুল ইসলাম। তিনি তাঁর স্বাগত বক্তব্যে সবাইকে অভিবাদন ও ধন্যবাদ জানান। তিনি বাসভূমির দীর্ঘ বিশ বছরের পথচলায় সুহৃদ ও শুভানুধ্যায়ীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর চমৎকার উপস্থাপনায় একে একে সংগীত পরিবেশন করেন, জিনিয়া-তানিয়া, আয়েশা মানহা, জাহাঙ্গীর আলম, প্রিয়াঙ্কা, সমীর রোজারিও, মধুমিতা সাহা, ফায়েজা কালাম রুবা ও নিলুফা ইয়াসমীন। একক মৃত্য পরিবেশন করেন মিশা চৌধুরী ও দলীয় নৃত্য পরিবেশন করেন নটরাজ ডান্স একাডেমী, ইরিনা, প্রেরণা, কলাঙ্কন ডান্স একাডেমী ও ডারউইন থেকে আগত তনিমা ব্যানার্জী ও তাঁর দল বন্দনা কালচারাল স্কুলের নৃত্যশিল্পী বৃন্দ। লোকসংগীত পরিবেশন করেন তারিক আহমেদ ও তাঁর দল। বাংলা সিডনি সাংকৃতিক গোষ্ঠীর মহুয়া সুন্দরীর পালার ভূমিকা পর্ব পরিবেশন করেন বাংলা-সিডনি সাংস্কৃতিক গোষ্ঠী। রতন কুন্ডুর গ্রন্থনা ও কথকের সাথে সংগত দেন, মধুমিতা সাহা, নমিতা চৌধুরী, শ্রীমন্ত পাল ও সুহৃদ সোহান হক। মহুয়া সুন্দরীর ভূমিকায় ছিলেন প্রিয়াঙ্কা সাহা।

বাসভূমি সন্ধ্যায় আয়োজকদের একাংশ

আলোচনা পর্বে প্রধান অতিথি বিডি কনস্যুলেট সিডনির সম্মানিত কনসাল জেনারেল তাঁর শুভেচ্ছা বক্তব্যে প্রবাসে বাসভূমির নিরলস কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন আমাদের সব সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলো বাসভূমির মতোই আমাদের দেশজ সংস্কৃতিকে বহির্বিশ্ব তুলে ধরতে পারলে আমাদের ব্যাপ্তি ও মুলধারার সাথে আমাদের সম্পৃক্ততা আরো বৃদ্ধি পাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে অপেরা হাউসের মতো একটি আইকনিক ভেন্যুতে অনুষ্ঠান করতে পারার জন্য বাসভূমি কে অভিনন্দন জানান ও তাঁদের সাহায্য সহযোগীতার প্রত্যয় ব্যক্ত করেন। এক পর্যায়ে আকিদুল ইসলাম বাসভুমির জন্মলগ্ন থেকে জড়িত রুপন্তি আকিদকে সবার সাথে পরিচয় করিয়ে দেন।

বাসভূমির কর্ণধার আকিদুল ইসলাম ও বাসভুমির সিইও শামীমা সুমির সঞ্চালনায় অনুষ্ঠানে গুণীজন এবং বাসভূমির শুভানুধ্যায়ীদের সম্মাননা জানানো হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন- ড. সিরাজুল হক, আব্দুল খান রতন, কাউন্সিলর সাবরিনা ফারুকী, মো: শফিক, মোবারক হোসেন, মুস্তাফিজ তালুকদার মঞ্জু প্রমুখ।

আমন্ত্রিত অতিথির বক্তব্য

পুরো অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহন করেছেনঃ সুহৃদ সোহান হক, দিদার হোসেন, এমরান হোসেন, সমীর রোজারিও, রবিন কুন্ডু প্রমুখ। মঞ্চ সজ্জায় ছিলেন কানিতাস্, মিউজিক ও শব্দ নিয়ন্ত্রণে ছিলেন অটএ্যালেন যোশেফ মিউজিক গ্রুপ, আলোক নিয়ন্ত্রণ করেছেন অপেরা হাউজের স্টেজ ম্যানেজার নিকোলা সিনক্লেয়ার। মঞ্চ ও হল ব্যবস্থাপনায় ছিলেন অপেরা হাউজের স্কট মিলান্দার ও মুল সমন্বয়কারী লরেণ থমাস।

বাসভূমির কর্ণধার আকিদুল ইসলাম, যিনি বিগত ২০ বছর ধরে সিডনিতে শুদ্ধ সংস্কৃতির অগ্নিস্নানে সবাইকে শুচি করার প্রত্যয়ে নিরলস কাজ করে যাচ্ছেন। বাসভূমির প্রত্যয় প্রতিটি মানুষ হোক একেকজন আলোকিত মানুষ। বাসভূমি গত ২০ বছর ধরে বহুসংস্কৃতির দেশ অস্ট্রেলিয়ায় বাঙালির চিরায়ত নিজস্ব সংস্কৃতি চর্চা ও বিকাশে সক্রিয়ভাবে কাজ করছে। বাসভূমি অনলাইন টেলিভিশন, বাসভূমিণ নিউজ পোর্টালসহ বাংলাদেশের প্রায় সবগুলো টেলিভিশন চ্যানেলে নিয়মিত প্রচারিত হচ্ছে বাসভূমি নির্মিত নাটক, ধারাবাহিক, ট্রাভেল শো এবং তথ্যচিত্র। বাসভূমি গত ২০০৪ সাল থেকে প্রতি বছর বিষয়ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এ বছর বাসভূমির ২০ বছর পূর্তি উপলক্ষে আমাদের এ আয়োজন- হাত বাড়ালেই বন্ধু। বাসভূমি বিশ্বাস করে আমাদের দেশজ সংস্কৃতির সকল ধারাই শুদ্ধ ধারা। বাসভূমি চর্যাপদের অসাম্প্রদায়িক উত্তরাধিকার।

বাসভূমি সন্ধ্যার ইভেন্ট ম্যানেজার ড. রতন কুন্ডু ও শিল্পীবৃন্দ

উল্লেখ্য, আগামীতে এই আয়োজন আরও বড় পরিসরে করার বিষয়ে অনুষ্ঠান আয়োজক আকিদুল ইসলাম জানান, আমরা ইতিমধ্যে কথা বলেছি অপেরা হাউজের সঙ্গে। কারণ, এবার অনেকেই টিকেট পান নাই। ১ মাস আগেই সব টিকেট ফুরিয়ে গিয়েছিলো। আমাদের খুব প্রিয় অনেকেই টিকেট না পেয়ে মন খারাপ করেছেন। ইচ্ছে থাকা স্বত্তেও সিডনির বাঙালি কমিউনিটির অনেককেই সৌজন্য টিকেট দিতে পারিনি। বিশেষ করে শিল্পীদের পরিবারের জন্য এবার আলাদা কোন টিকেট ছিল না। তারাও কষ্ট পেয়ছেন। তাই ইতিমধ্যে আমরা কথা বলেছি অপেরা হাউজের অথরিটির সঙ্গে। আনন্দের সংবাদ হচ্ছে বাসভূমির পরবর্তী অনুষ্ঠান হবে অপেরা হাউজের বিশাল অডিটোরিয়ামে। পাশে থাকুন। পাশে রাখুন।

প্রতিবেদনঃ ফাহিম ফয়সাল

ছবিঃ সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *