‘ইউক্রেনের হয়ে যুদ্ধ করলেই মিলবে নাগরিকত্ব’

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি। এর পর থেকে টানা দুই সপ্তাহের মতো দেশ দুইটির মধ্যে চলছে তুমুল লড়াই। এরি মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিদেশিদের রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তার দেশে আসার আহ্বান জানান। জেলেনস্কির আহ্বানের সাড়া দিয়ে দেশটিতে ইতোমধ্যে ২০ হাজারের বেশি বিদেশি নাগরিক দেশটিতে যুদ্ধের জন্য যোগ দিয়েছেন বলে দাবি ইউক্রেনের। 

এদিকে, সর্বশেষ দেশটি জানিয়েছে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া বিদেশি নাগরিকেরা চাইলে নাগরিকত্ব পাবেন। ইউক্রেনের এক মন্ত্রীর বরাত দিয়ে এই খবর জানিয়েছে দেশটির শীর্ষ ইংরেজি সংবাদপত্র কিয়েভ ইন্ডিপেনডেন্ট। প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি নাগরিকেরা যদি চান তাহলে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন।

👉আপনার ব্যবসা বা কোম্পানি প্রোফাইল ওয়েবসাইট তৈরির জন্য আপনার পাশে সবসময় আছে ‘ভার্সডসফট’।

বুধবার (৯ মার্চ) ইউক্রেনের প্রথম উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেন ইয়েনিন বলেন, সমর্থকেরা যারা বিদেশ থেকে ইউক্রেনে এসেছেন এবং স্বেচ্ছাসেবক বাহিনীর তালিকায় নাম লিখেছেন তারা দেশের সীমান্ত গার্ড পরিষেবার একটি সামরিক কার্ড পাবেন। ভবিষ্যতে, এসব স্বেচ্ছাসেবক বিদেশি নাগরিকদের একটি গ্রুপের মধ্যে থাকবেন যারা নাগরিকত্ব চাওয়ার যোগ্য। এর আগে দেশটির পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যোগদানের জন্য বিদেশিদের কোনো ভিসা লাগবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *