ইউক্রেনের যুদ্ধে উচ্চপদস্থ রাশিয়ান সেনা কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তাদের সৈন্যদের হাতে একজন উচ্চপদস্থ রাশিয়ান সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ ছিলেন রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক বিভাগের ২৯তম বাহিনীর কম্যান্ডার। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা এ খবর জানান।

ঠিক কি পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি এবং রুশ পক্ষ থেকে এ ব্যাপারে কোন মন্তব্য করা হয়নি। ইউক্রেনে রুশ অভিযান শুরু হবার পর থেকে এ পর্যন্ত অন্তত আরো দুজন এই স্তরের সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। পশ্চিমা কর্মকর্তারা এর আগে বলেছেন, এত উচ্চস্তরের রুশ কর্মকর্তার বিপদের মুখে পড়ার অর্থ হয়তো এই যে তাদের অভিযান থমকে যাওয়ায় হতাশা তৈরি হচ্ছে।

এদিকে ইউক্রেনে একটি জীবাণু অস্ত্র কর্মসূচিতে ওয়াশিংটন জড়িত” বলে রাশিয়া যে অভিযোগ করছে – তা নিয়ে আজ আর কিছু পরে জাতিসংঘে একটি বৈঠকে আলোচনা হতে যাচ্ছে। রাশিয়ার অনুরোধেই এ বৈঠকটি হচ্ছে। রাশিয়া এখনো ওই অভিযোগের পক্ষে কোন তথ্যপ্রমাণ দেয়নি।

তবে তারা কয়েকবছর ধরেই বলে আসছে যে সোভিয়েত যুগের গবেষণা ল্যাবরেটরিগুলো বিপদমুক্ত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে সহায়তা দিচ্ছে – তা আসলে জীবাণু অস্ত্র তৈরির একটা আড়ালমাত্র। বিশ্লেষকদের মতে, ইউক্রেন সংকট শুরু হবার পরই হঠাৎ করে এসব অভিযোগ উঠতে শুরু করেছে। তবে যুক্তরাষ্ট্র এসব অভিযোগকে হাস্যকর বলে আখ্যায়িত করেছে।

জাতিসংঘে মার্কিন মিশন বলছে, তারা অনেক আগে থেকেই এই সতর্কবাণী উচ্চারণ করে আসছেন যে রাশিয়া ঠিক এ ধরনেরই একটা ‘ফলস ফ্ল্যাগ’ বা ভুয়া কারণ দেখিয়ে ইউক্রেনে জীবাণু অস্ত্র বা রাসায়নিক অস্ত্রের হামলা চালানোকে যৌক্তিকতা দেবার চেষ্টা করতে পারে। সুত্র: বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *