আসামে সমস্যা আড়াল করতে ‘জেহাদি’ ইস্যু খুঁচিয়ে তোলা হয়েছে – বিধায়ক আমিনুল ইসলাম

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

ভারতে বিজেপিশাসিত অসমে এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম রাজ্য সরকারের সমালোচনা করে বলেছেন, রাজ্যে বিভিন্ন সমস্যা থেকে দৃষ্টি ঘোরাতে ‘জেহাদি’ ইস্যু খুঁচিয়ে তোলা হয়েছে।

অসমের মরিগাঁও জেলার মৈরাবাড়ির জামিউল হুদা নামে কওমি মাদ্রাসার শিক্ষক এবং ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি মুস্তাফাকে জেহাদি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে। এরপর ওই মাদ্রাসাটিকে ‘সিল’ করে দেওয়া হয়েছে এবং ছাত্রদের সাধারণ স্কুলে ভর্তি করা হয়েছে।

গত বুধবার রাতে রাজ্যের অন্যত্র পুলিশি অভিযানে সন্ত্রাসী অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোট দশ জনকে। জিজ্ঞাসবাদের জন্য আটক করা হয়েছে ১১ জনকে। এ প্রসঙ্গে গত শনিবার আসাম রাজ্য জমিয়তে উলামার পক্ষ থেকে রাজ্য সরকারের এ ধরনের তৎপরতায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ বসির আহমদ কাশেমি এক বিবৃতিতে বলেছেন, সমগ্র মুসলিম সমাজকে জেহাদি বলে চিহ্নিত করার চেষ্টা মোটেও শুভলক্ষণ নয়। আগেও অনেক মুসলিমকে জেহাদি বলে আটক বা গ্রেফতার করা হয়েছিল কিন্তু পরবর্তীতে তারা নির্দোষ প্রমাণিত হয়েছে।তিনি বলেন, মক্তব বা মাদ্রাসাতে কোনও দেশদ্রোহী শিক্ষা দেওয়া হয় না, সেখানে সম্পূর্ণ ধর্মীয় শিক্ষা ও দেশপ্রেমের নীতি-আদর্শ শিক্ষা দেওয়া হয়। প্রমাণবিহীনভাবে কাউকে জেহাদি বলে ঘোষণা করা উচিত নয়।

অন্যদিকে, এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম বলেছেন, শুধু বিজেপি সরকারের আমলেই নয়, এমনকী কংগ্রেসের জমানাতেও দুর্নীতি, মূল্যবৃদ্ধির মতো ইস্যু থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতে ‘জেহাদি’ ‘সন্ত্রাসবাদী’ বা মৌলবাদী ইস্যু তুলে আনা হয়। ধিঙয়ের বিধায়ক আমিনুল ইসলাম বলেন, ‘রাজ্য সাম্প্রতিক বন্যায় শতাধিক লোকের মৃত্যু হয়েছে। মূল্যবৃদ্ধির চাপ ভয়াবহভাবে বাড়ছে। আর্থিক বোঝায় জর্জরিত সরকার। এ সময়ে জেহাদির বিষয়টি সামনে এনে মূল সমস্যাকে আড়াল করার ষড়যন্ত্র হচ্ছে।

আসামের মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, পুলিশের সর্ববৃহৎ অভিযানে ধরা পড়েছে একঝাঁক জেহাদি। মৈরাবাড়িতে একটি কওমি মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। রাজ্য এই প্রথম কোনও ধর্মীয় মাদ্রাসার শিক্ষককে জেহাদি-যোগের দায়ে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে সঙ্গে সেই মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছে। বরপেটাতেও বড়সড় জঙ্গি মডিউল ভেঙে দেওয়া হয়েছে।

সূত্র:
ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *