আসছে শোয়েবের বায়োপিক ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’

খেলাধুলা ফিচার বিনোদন সময় চিন্তা সাম্প্রতিক
শেয়ার করুন

বিশ্বসেরা সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার এবার নিজের জীবনের নানা জানা-অজানা ঘটনা বায়োপিক বা জীবনী চলচ্চিত্র আকারে মানুষের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন। খেলোয়াড়ি জীবনে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামেই পরিচিত ছিলেন এই গতিদানব ক্রিকেটার। তাই বায়োপিকের নাম হবে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।

গত ২৪ জুলাই, রোববার সেই সিনেমার একটি টিজারও প্রকাশ করেছেন শোয়েব। ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘একটি সুন্দর যাত্রা শুরু হল। আমার জীবনের যাত্রার গল্প বলার ঘোষণা দিলাম। আমার বায়োপিক, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস-রানিং অ্যাগেইনস্ট দ্য ওডস।’

শোয়েব এই পোস্টে আরও টুইস্ট রেখে বলেছেন, ‘যদি মনে করেন আপনি আমার সম্পর্কে এরইমধ্যে অনেক কিছু জেনে ফেলেছেন, সেটা ভুল। এটা এমন যাত্রা, যা এর আগে আপনি অনুভব করেননি।’ শোয়েবের দাবি, পাকিস্তানি কোন ক্রিকেটারকে নিয়ে এটাই প্রথম কোন বিদেশি সিনেমা।পাকিস্তানের হয়ে মোট ৪৬ টেস্ট ও ১৬৩ ওয়ানডে ম্যাচ খেলেছেন শোয়েব আখতার। এছাড়া ১৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচেও প্রতিনিধিত্ব করেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে নিয়েছেন ৪৪৪ উইকেট।

সিনেমাটি নিয়ে পরিচালক মোহাম্মদ ফারাজ কায়সারও বেশ আশাবাদী। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের ১৬ই নভেম্বর মুক্তি পাবে তার বায়োপিক।

সূত্র: ডন

আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *