অনুবাদ: মাসুম খলিলী
এক. সর্বশক্তিমান। আমাদের আশাকে বাঁচিয়ে রাখুন কারণ অনেকে ভেঙে পড়েছেন এবং সান্ত্বনার প্রয়োজন অনুভব করছেন। কঠিন সময়ে আশীর্বাদের প্রতি মনোযোগ দেওয়া কারো কারো পক্ষে কঠিন হতে পারে। যখন দিনগুলি অন্ধকার দেখায় এবং চাপ বেশি হয়, তখন আমাদের আলোর পথ দেখান। আমীন।
দুই . অন্যকে যে কোনও উপায়ে সংশোধন করুন তবে এটি এমনভাবে করুন যাতে তিনি এতে উৎসাহ বোধ করেন এবং যাতে বিচলিত, রক্ষণাত্মক অথবা আক্রমণাত্মক হয়ে না ওঠেন। এটি করবেন নম্রভাবে, কখনও কখনও আপনি যখন পরামর্শ দেন, তখন দেখা যায় লোকেরা পরামর্শ দেওয়ার আগেই আরো খারাপ হয়ে যায় এই কারণে যে আপনি যেভাবে পরামর্শ দিয়েছিলেন তা কাঙ্ক্ষিত ছিল না।
তিন. সর্বশক্তিমান আপনার ভালোর জন্যই সব পরিকল্পনা করেছেন। আপনার জীবনের জন্য তাঁর একটি মাস্টার প্ল্যান আছে। এমন কিছু বিষয় থাকতে পারে যা আপনি এখন বুঝতে পারছেন না, কিন্তু তাতে চিন্তা করবেন না। সমস্ত টুকরা এখনও জায়গায় আসেনি। একদিন এ সব একত্রিত হবে এবং সবকিছুই বোধগম্য হবে। তাঁর উপর আস্থা রাখুন।
পূনশ্চঃ
এক. কী ঘটে চলেছে তা আপনি বুঝতে পারছেন না মানে এই নয় যে আপনি আশা ছেড়ে দেবেন আর তোয়ালেটি ছুড়ে ফেলে দিবেন। সর্বশক্তিমানের কাছে জানতে চান। আপনার যা প্রয়োজন তার জন্য তাঁর কাছে কান্নাকাটি করুন। আপনি না জানলেও তিনি জানেন সামনে কি ঘটতে চলেছে । আপনার কাজ হ’ল তাঁকে বিশ্বাস করা। এর পর চলতে থাকা!
দুই . যখন আপনি সর্বশক্তিমানের উপর পূর্ণ আস্থা রাখবেন এবং হাল ছাড়তে অস্বীকার করবেন, তখন আপনি যা করতে যাচ্ছেন তা অর্জন করবেন। অবিচল বিশ্বাস আপনাকে এই পৃথিবীতে এবং পরকালে সাফল্যের দিকে নিয়ে যাবে। এর অর্থ এই নয় যে সবকিছু নিখুঁত হবে তবে আপনাকে চলা অব্যাহত রাখতে হবে কারণ আপনি জানেন যে তিনি আপনার জন্য সর্বোত্তমটি চান।
তিন. আমরা যখন এই পৃথিবীতে এসেছি তখন আমাদের কোন কথা ছিল না এবং একইভাবে, আমরা কখন এই পৃথিবী ছেড়ে চলে যাব সে বিষয়ে আমাদের বলার কিছু নেই। তবুও, আমরা এমন আচরণ করি যেন আমরা সব জানি। আমরা অন্যদের জন্য চিন্তা না করে অহংকারী হয়ে চষে বেড়াই পৃথিবীতে। বিনম্র থাকুন।
চার. মনোযোগ এবং স্বীকৃতি এমন, যা কিছু জিনিস কামনা করে। এ ধরনের লোকেরা বিতর্কিত হতে পছন্দ করে। তারা শিরোনাম তৈরি করতে এবং লাইমলাইটে থাকতে পছন্দ করে। সতর্ক হোন। আপনি যখন আপনার কবরে একা থাকবেন বা বিচার দিবসে আপনার স্রষ্টার সামনে নিজেকে দাঁড় করাবেন তখন পরিণাম কি হবে সে সম্পর্কে চিন্তা করুন।
পাঁচ . আপনার কৃপা বা সমস্যায় মনোযোগ দেওয়ার বিকল্প আপনার কাছেই রয়েছে। যেটিকেই আপনি বেছে নিন তা আপনার জীবনে হয় সন্তুষ্টি অথবা উদ্বেগ ও চাপ আনবে। আপনি যত বেশি আপনার কৃপায় মনোনিবেশ করবেন ততই মহান আল্লাহ আপনাকে আরো দান করবেন। তিনি কৃতজ্ঞ হৃদয়কে ভালবাসেন। সুতরাং বুদ্ধিমত্তার সাথে বিকল্প নির্বাচন করুন!
দ্রষ্টব্যঃ
অচিরেই আল্লাহ আমাদেরকে স্বীয় অনুগ্রহ হতে দান করবেন এবং তার রাসূলও (দান করবেন); নিশ্চয় আমরা আল্লাহর নিকটই আকাঙ্ক্ষা করি। (৯-সূরা তাওবা: ৫৯)
নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ। অতঃপর তার উপর অবিচল থাকে, তাদের উপর ফেরেশতামন্ডলী নাযিল হয় এবং বলে যে, তোমরা ভয় পেয়ো না ও চিন্তান্বিত হয়ো না। আর তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ কর, যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল। আমরা তোমাদের বন্ধু ইহকালে ও পরকালে। আর সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমাদের মন চাইবে এবং সেখানে রয়েছে যা তোমরা দাবী করবে। এটা হবে ক্ষমাশীল ও অসীম দয়ালুর পক্ষ থেকে আপ্যায়ন। (হা-মীম সাজদা : ৩০-৩২)
* লেখক: মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * অনুবাদ: মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট