আশঙ্কায় আছি, আমাদের কোরবানি দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু হয় কি না – জি এম কাদের

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

সংসদ নির্বাচন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নির্বাচন নিয়ে তিনি শঙ্কিত বোধ করছেন। রংপুরে ভোট দেয়ার পর স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ‘আমরা যেটা আশঙ্কা করছি সেটা হলো, আমাদেরকে ভোটে নিয়ে এসে শেষ পর্যন্ত কোরবানি দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয় কি না। এটা নিয়ে আমরা একটু শঙ্কিত।’

‘প্রায় সব ভোটকেন্দ্রের বাইরে একটা তাণ্ডব, একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে আওয়ামী লীগের কিছু সমর্থক বা কিছু কর্মী দিয়ে। এমন একটা পরিস্থিতি যে ভোট ডাকাতির পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে ওখানকার লোকজন মনে করছে।”

‘ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, এজেন্টদের কাগজপত্র কেড়ে নেয়া হচ্ছে। পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই এগুলো ঘটেছে বলে আমাদের জানানো হয়েছে। আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, যেখানে যতটুকু জানানো যায়। তবে ওখানকার মানুষজন অস্বস্তিতে আছে যে ভোট সঠিক হবে কিনা, ভোট দেওয়ার পরে কী হবে, মানুষজন আশাবাদী হতে পারছেন না। অনেক জায়গা থেকে আবার পিসফুল খবর পাওয়া যাচ্ছে।’

শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কিনা, এমন প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘এখন তো আমরা নির্বাচনে এসে গেছি। এখন তো আর বর্জন করার কোন স্কোপ নেই। ইলেকশনের পরে ফলাফল দেখে পরবর্তী কর্মসূচি নিতে হবে।’

নির্বাচন কেমন হচ্ছে, সেটা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘লক্ষণ ভালো দেখছি না কিছু কিছু ক্ষেত্রে। সব জায়গায়ই ভালো হওয়ার কথা ছিল। এই ধরনের সুযোগ সৃষ্টি করারই কোন কথা ছিল না, স্বাভাবিক কথা নয়।’

বেলা তিনটা পর্যন্ত সারাদেশে ২৭ শতাংশ ভোট পড়েছে – নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা তিনটা পর্যন্ত সারাদেশে মোট ২৭ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, এর মধ্যে ঢাকা বিভাগ ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ এবং খুলনায় ৩২ শতাংশ ভোট পড়েছে।

এছাড়া সিলেটে ২২ শতাংশ, ময়মনসিংহে ২৯ শতাংশ, রাজশাহী এবং রংপুর বিভাগে ২৬ শতাংশ করে ভোট পড়েছে। আর বরিশাল বিভাগে ভোট পড়েছে ৩১ শতাংশ।

বিকেলে এক সংবাদ সম্মেলনে সচিব মি. আলম আরো বলেছেন, অনিয়মের কারণে সারাদেশে এ পর্যন্ত সাতটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে ।

তিনি বলেন, একটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মোট ১৫ জনকে জাল ভোটের কারণে আটক ও জরিমানা করা হয়েছে। সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চার টা পর্যন্ত।

‘একই লোক বারবার লাইনে কেন’ প্রশ্নের পর বিবিসি সাংবাদিককে জেরা

ঢাকা-১৩ আসনের একটি কেন্দ্র বাদশা ফয়সাল ইন্সটিটিউটে দুপুর পৌনে ১২টা থেকে পরবর্তী এক ঘণ্টা সময়ের মধ্যে কয়েকজন ব্যক্তিকে দেখা যায়, যারা বারবার ভোট দেয়ার লাইনে দাঁড়িয়ে আছেন – কখনো তারা লাইন বদলে ফেলছেন কিংবা এক লাইন ছেড়ে আরেক লাইনে গিয়ে দাঁড়াচ্ছেন। বিবিসি সংবাদদাতা তাদের কাছে এর কারণ জানতে চাইলে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেন তারা।

একজন বলেছেন, তিনি বন্ধুর জন্য লাইনে আছেন, অন্যজন বলেছেন, তিনি অন্য কেন্দ্রের ভোটার হলেও এখানে বন্ধুর জন্য আছেন। এছাড়া একজন ভোট দেবেন অপেক্ষায় আছেন, আরেকজন বলেছেন খাওয়ার ব্রেক নিয়েছেন – এমন সব বক্তব্য দেন।

তবে ওই ব্যক্তিদের প্রশ্ন কেন করা হচ্ছে – সেজন্য বিবিসি সংবাদদাতাকে জেরা শুরু করেন নৌকা প্রতীকের ওই কেন্দ্রের সমন্বয়ক ওমর ফারুক। তিনি জানতে চান, “বিবিসি বিএনপির এজেন্ডা বাস্তবায়নের জন্য গেছে কি না” এবং “বিবিসি নেগেটিভ নিউজ খুঁজতে আসছে কেন?”

লাইনে দাঁড়ানো ব্যক্তিরা কেন বারবার লাইনে দাঁড়াচ্ছেন – সে প্রশ্ন করার পর তিনি কোন সদুত্তর না দিয়ে চলে যান।

বনানী মডেল স্কুলে অনেকটা একই ধরনের চিত্র দেখতে পেয়েছে বিবিসির সংবাদদাতা তানহা তাসনীম। সেখানে অনেক নারীকে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিবিসির সাংবাদিকের প্রশ্নের জবাবে একজন নারী বলেন, ‘বোঝেনই তো, তাইলে আবার জিগান কেন?’

নির্বাচন কমিশনের অ্যাপ কাজ করছে না

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একটা মোবাইল অ্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন। তবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামের সেই অ্যাপটি ঠিকমতো কাজ না করার অভিযোগ এসেছে।

বিবিসি বাংলার মুকিমুল আহসান জানান, এই অ্যাপে প্রতিমূহুর্তে ভোটের বিস্তারিত জানানোর কথা ছিল, কিন্তু সকাল থেকে অ্যাপে ঠিকমতো তথ্য আপডেট হচ্ছে না বলে জানান তিনি। গণমাধ্যম কর্মীরা এখান থেকে তথ্য নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। নির্বাচন ঘিরে ২১ কোটি টাকা ব্যয়ে অ্যাপটি তৈরি করেছে নির্বাচন কমিশন। – বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *