আল জাজিরার সম্প্রচার বন্ধে ইসরাইলে বিল পাস

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

আলজাজিরার সম্প্রচার এবং স্থানীয় কার্যালয় ৩০ দিনের জন্য বন্ধ করতে বিল পাস হয়েছে ইসরাইলের পার্লামেন্টে। শুক্রবার এ তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম। মূলত ইসরাইল-হামাসের চলমান যুদ্ধে হামাসের পক্ষে সংবাদ প্রকাশের অভিযোগেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইসরাইল সরকার একটি প্রবিধান পাস করেছে যাতে কাতার ভিক্তিক গণমাধ্যম আলজাজিরার অফিসগুলো বন্ধ করে দেয়া যায়। প্রস্তাবে বলা হয়েছে, যদি দেখা যায় জরুরি অবস্থায় বিশেষ করে বর্তমানে গাজা উপত্যকায় হামাসের সাথে যুদ্ধের সময়ে গণমাধ্যমটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তবে তার অফিসগুলো বন্ধ করে দেয়া যেতে পারে।

গত ১৫ অক্টোবর ইসরাইলের তথ্য ও যোগাযোগমন্ত্রী শালোমা খারহি অভিযোগ করেছিলেন, চলমান এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের এই প্রথম সারির সংবাদ মাধ্যমটি নিয়মিত হামাস ঘেঁষা নিউজ পরিবেশন করে যাচ্ছে, যা ইসরাইলের নিরাপত্তার জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে। তিনি আরও দাবি করেন, যুদ্ধের শুরু থেকে আল জাজিরা ইসরাইলের বিরুদ্ধে উসকানিমূলক খবর ও ফিচার পরিবেশন করছে, হামাস-আইএস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রোপাগান্ডা প্রচার করছে; ইসরাইলের বিরুদ্ধে সহিংসতা উসকে দিচ্ছে। শিগগিরই এ ব্যাপারে একটি সিদ্ধান্ত নিতে হবে।

তারপর যোগাযোগমন্ত্রী রেজুলেশন প্রস্তাব উত্থাপন করে বলেন, আলজাজিরা নিউজ চ্যানেলটি তাদের জাতীয় নিরাপত্তাকে ‘ধ্বংস করে দিয়েছে’। তিনি ইসরাইলি পার্লামেন্ট নেসেটে এই প্রস্তাব তোলার পর সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য সেটির পক্ষে ভোট দেন। পার্লামেন্টারি বিধি অনুযায়ী, বিলটি এখন ইসরাইলের সিকিউরিটি কেবিনেটে পাঠানো হবে এবং সিকিউরিটি কেবিনেট বিলটি যাচাই শেষে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ইসরাইল বলছে, কাতারভিত্তিক এ নিউজ নেটওয়ার্কটি ফিলিস্তিনপন্থী নিউজ-আউটলেট হিসেবে গণ্য করা যেতে পারে এবং এর স্থানীয় শাখাগুলো বন্ধ করে দেয়া যেতে পারে। নতুন রেজুলেশন অনুসারে ইসরাইল সরকার এখন সেখানে আলজাজিরার সম্প্রচার বন্ধ করে দিতে পারবে এবং এর সকল যন্ত্রপাতি জব্দ করতে পারবে। সেইসাথে এর ওয়েবসাইটও বন্ধ করে দিতে পারবে বা নিয়ন্ত্রণ করতে পারবে। সূত্র : টাইমস অফ ইসরাইল ও অন্যান্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *