আল-আকসা মুসলিমদের একটি বিশেষায়িত স্থান: ওআইসি

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

জেরুজালেমের আল-আকসা মসজিদে রাতের অন্ধকারে ইসরায়েলি সেনাদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা- ওআইসি। সংস্থাটি বলেছে, এই মসজিদ মুসলিমদের ইবাদতের একটি বিশেষায়িত স্থান।

ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা শনিবার (৮ এপ্রিল) সংস্থাটির কার্যনির্বাহী কমিটির একটি জরুরি বৈঠকে এসব কথা বলেন। আল-আকসা মসজিদে অব্যাহতভাবে ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলার বিষয়ে করণীয় ঠিক করতে এ বৈঠকের আয়োজন করা হয়।

তাহা বলেন, জেরুজালেম আল-কুদস হচ্ছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অঙ্গ। এটি ফিলিস্তিনের রাজধানী। এই শহরে অবস্থিত আল-আকসা মসজিদও। পুরোটা ফিলিস্তিনের অংশ ও মুসলমানদের ইবাদতের জন্য একটি বিশেষায়িত স্থান।

তিনি আল আকসায় রমজান মাসের ইবাদতরত মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাদের হামলার তীব্র নিন্দা জানান। বলেন, এই হামলা ছিল ধর্মীয় স্থানগুলোর পবিত্রতা ও ইবাদতের স্বাধীনতার পাশাপাশি জেনেভা কনভেনশন এবং জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবগুলোর সুস্পষ্ট স্পষ্ট লঙ্ঘন।

গত সপ্তাহে ইসরাইলি সেনারা পশ্চিম তীরের আল-আকসা মসজিদে নামাজরত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর চড়াও হয়। তারা মুসল্লিদের বেধড়ক মারপিট করে ও বহু ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায়। সূত্র- পার্স টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *