আল্লামা সাঈদীর কবর প্রসঙ্গে মাসুদ সাঈদী

ধর্ম ও দর্শন বাংলাদেশ
শেয়ার করুন

আল্লামা সাঈদীর পুত্র মাসুদ সাঈদী সাধারণ জনতার প্রতি অনুরোধ জানিয়ে বলেছেস, আল্লাহ তায়ালা আমাদেরকে ক্ষমা করুন- আমাদের অগোচরে ও অসতর্ক মুহুর্তে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ’র কিছু ভক্ত তাঁর কবরে গিয়ে অতি আবেগে চুমু খাওয়া, বিলাপ করে কান্না-কাটি করা, কবর থেকে মাটি নিয়ে আসা ছাড়াও কিছু কাজ এমন করছেন যা শিরক ও বিদআতের শামিল।

শহীদ আল্লামা সাঈদী রহ. সারা জীবন কবর ও মাজার পূজার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেছেন। তিনি এ ব্যাপারে কুরআন-হাদীসের আলোকে মুসলিম উম্মাহকে সতর্ক করেছেন। সুতরাং আমরা সবাইকে সাবধান করছি- কেউ শিরকের মতো হারাম কাজে নিজেদেরকে সম্পৃক্ত করবেন না। আল্লাহ নারাজ হন এমন কোনো কাজ করবেন না। শিরক ও বিদআতের মত হারাম কাজ থেকে সবাইকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে শিরক ও বিদআত মুক্ত জীবন-যাপন করার তাওফীক দান করুন।

এক্ষনে সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি- আলহামদুলিল্লাহ পুরো কবরস্থানকে এখন ঘিরে ফেলা হয়েছে এবং গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। কবরস্থানের ভেতরে প্রবেশের কোন পথ আর খোলা নেই। আশা করছি ইনশাআল্লাহ ভবিষ্যতে উপরোক্ত কোনো কাজ কেউ করার কোনো সুযোগ আর পাবেনা। আল্লামা সাঈদী রহ. এর কবরকে ঘিরে শিরক-বিদআতমূলক কোন কাজ কাউকে করতে দেয়া হবেনা ইনশাআল্লাহ।

আপনারা দোয়া করুন- আল্লাহ জাল্লা শানুহু যেন দয়া করে সমাজ থেকে শিরক বিদআত মূলো°ৎপাটনের যু°দ্ধের অগ্রসেনা ‘কোরআনের পাখি’ আল্লামা সাঈদীকে ‘জান্নাতের পাখি’ হিসেবে কবুল করে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *