আলোর ঝলক ।। মুসতাক আহমদ

ছড়া-কবিতা যুক্তরাজ্য
শেয়ার করুন

আমি হবো আলোর ঝলক
ভোরের আকাশ চিরে পৃথিবীর বন্দরে
কখনও বা জোনাকির মত গহীন কোন অরণ্যে
কিংবা চাঁদের অভিসারে সাগর বক্ষে বাসর কল্পনায়!

হয়তো বা খসে পড়বো কারো টানে
রাত্রির লজ্জা-ঢাকা বুকে-আঁকা
মিটিমিটি তারকার চাদর ছেড়ে
উল্কাপিন্ড রূপে বিদ্যুৎ গতিতে
নিঃশেষ হবো বায়ুমণ্ডলের কণায় কণায়!

আলোর আগমনে গেয়ে উঠবে মোয়াজ্জিন
জেগে উঠবে রাতের গহ্বর থেকে কত নর-নারী
আলোময় হবে তাদের অন্তর
আসবো ফিরে ধরণীর প্রান্ততীরে
হৃদয়ের আলোকবর্তিকা হয়ে
সাঁজাতে বিশ্বমানবের জান্নাতি নীড়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *