জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে আজ মঙ্গলবার (২৭ মে ২০২৫) মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাস দিয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত। এরপর জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেন- আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এরপর জামায়াতের হাজার হাজার নেতা-কর্মী নিজেদের ফেসবুক আইডিতে লিখে চলেছেন- আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।
প্রায় ১ ঘন্টা পর আরেকটা স্ট্যাটাসে আমীরে জামায়াত লিখেছেন- ‘মহান আল্লাহর পক্ষ থেকে এই রায় হক্বের ঝলক এবং মহান আল্লাহর বিশেষ নিয়ামত।’
এটিএম আজহারুল ইসলামের লাখো লাখো সমর্থক ও শুভানুধ্যায়ী এবং দলীয় নেতাকর্মীদের প্রতি নসিহত স্বরূপ তিনি বলেন,
উচ্ছ্বাস নয়, মিছিল নয়, স্লোগান নয়। মহান আল্লাহর শানে আসুন মাথানত করি। তাঁর পবিত্রতা ঘোষণা করি, তাঁর শুকরিয়া আদায় করি এবং আল্লাহ তা’য়ালার তাকবীর ধ্বনি উচ্চারণ করি। সকল সহকর্মীবৃন্দের প্রতি এটিই একমাত্র অনুরোধ।’