হামাস এবং ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির সময় শেষ হওয়ার কয়েক মিনিট আগে আরো ২৪ ঘন্টা বাড়ানোর ঘোষণা দিয়েছে। নিজ নিজ অবস্থানে উভয় পক্ষ অটল থাকায় আবার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার দেখা দিয়েছিল।
এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর সহ আন্তর্জাতিক মধ্যস্ততাকারীরা যুদ্ধবিরতির জন্য ব্যাপক তৎপরতা চালায়। কাতারের মধ্যস্থতায় প্রথমে চার দিনের যুদ্ধবিরতি হয়েছিল। পরে দুদিন এবং এবার আরো এক দিন বেড়েছে। একেবারে শেষ মুহূর্তে যুদ্ধবিরতি সম্প্রসারণ করার কথা ঘোষণা করেছে হামাস এবং ইসরায়েল ।
এর আগে ইসরাইলি সামরিক বাহিনী যুদ্ধ শুরুর কথা বলায় গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানায়, তারা তাদের যোদ্ধাদের লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে বলেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইসরায়েল এবং হামাসের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি যে ‘ফলাফল সৃষ্টি হয়েছে’ তাতে এটি চালিয়ে যাওয়া উচিত। তেল আবিবে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, আমরা গত সপ্তাহে দেখেছি জিম্মিদের বাড়িতে ফিরে আসা, তাদের পরিবারের সাথে পুনরায় মিলিত হওয়া খুবই ইতিবাচক অগ্রগতি।
এটি গাজার নিরীহ বেসামরিক লোকদের কাছে যাওয়ার জন্য মানবিক সহায়তার বৃদ্ধিকেও সক্ষম করেছে, যাদের এটি নিদারুণভাবে প্রয়োজন। সুতরাং এটি গুরুত্বপূর্ণ এবং আমরা আশা করি তা অব্যাহত থাকবে। সূত্র : আল জাজিরা, সিএনএন ও অন্যান্য