আরাফার দিনটিকে ঈমান নবায়নের দিন করুন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. আরাফার এই বরকতময় দিনটিকে আপনার অন্তর ও কর্মে ঈমান নবায়নের দিন করুন। এটিকে অনুতাপের দিন এবং সর্বশক্তিমানের নৈকট্য লাভের দিন করুন। তিনি যেন আমাদের কাছ থেকে তা কবুল করেন। আমীন।

দুই. সর্বশক্তিমান আল্লাহ। হজের এই বরকতময় দিনে আরাফাতে সমবেত হজযাত্রীদেরকে তাদের ইবাদত সহজ ও কবুল করুন। এটি সবার জন্য সম্পূর্ণ ক্ষমার দিন হোক। আমীন।

তিন. কেউ কেউ আপাত কারণ ছাড়াই আপনাকে ঘৃণা করতে থাকবে। গঠনমূলক সমালোচনার পরিবর্তে, তারা তাদের মন্তব্য দিয়ে মানুষকে ধ্বংস করতে প্রস্তুত। আপনি তাদের দেখান যে যা সবচেয়ে ভালো করেন তা নিয়ে আপনি খুশি। তাদের দেখান যে আপনি তাদের অপরিপক্কতা দ্বারা প্রভাবিত হন না।

চার. কেউ কেউ তাদের কৃতিত্ব নিয়ে গর্ব করে বা তাদের সম্পদ প্রদর্শন করে বড় রকমের রোমাঞ্চ অনুভব করে। তারা বিশ্বাস করে যে তারা অন্যদের চেয়ে ভাল। এমনকি তারা আশেপাশের লোকজনকে ঠেলে দিতে পারে নিঃশেষ হবার দিকে। ওইটা ভুল। মনে রাখবেন, আপনার যা কিছু আছে, কারও কাছে তার চেয়ে বেশি থাকবে। এটাই জীবন। নম্র থাকুন।

পূনশ্চঃ

এক. আপনি যত বেশি সম্পদ সঞ্চয় করবেন, আপনার স্রষ্ঠার সাথে আপনার লিঙ্কটিকে অবহেলা করে আপনি এই জগতের সাথে ব্যস্ত হয়ে পড়ার সম্ভাবনা থাকবে তত বেশি। আপনিও সম্পদের প্রতি আসক্ত হয়ে পড়তে পারেন। বড়াই করা এবং প্রদর্শনের মতো হৃদয়ের অসুখ এরপর দেখা দিতে পারে।

দুই. সর্বশক্তিমান। আমাদের কাছ থেকে দুশ্চিন্তা, ভয় ও সংশয় দূর করুন। আমাদের অস্থির হৃদয়কে শান্ত করুন। আমাদেরকে উদ্বেগ এবং মানসিক চাপ থেকে মুক্ত করুন। আপনার রহমতের উপর আমাদের সর্বান্তঃকরণে আস্থা রাখতে সাহায্য করুন। আমীন।

তিন. সোশ্যাল মিডিয়ার এই যুগে আপনার মূল্যায়ন ব্যবস্থায় গভীর মনোযোগ দিন। আপনার দৃঢ ভিত্তি না থাকলে এটি সহজেই মুছে যাবে। অনলাইনে কেউ পার্থিব সম্পদ দেখালে তাতে অভিভূত হবেন না। পরিবর্তে, তার চরিত্র এবং ভাল নৈতিক নীতিগুলিতে মনোনিবেশ করুন; এসব অনেক বেশি মূল্যবান।

চার. আমাদের অস্তিত্বের প্রতিটি দিকেই ক্ষমতাবান হলেন সর্বশক্তিমান আল্লাহ। যত তাড়াতাড়ি আমরা এটি বুঝতে পারি, তত দ্রুত জীবন ভাল হয়ে যায়। সুতরাং কখনও তাঁর উপর বিশ্বাস রাখা বন্ধ করবেন না এবং তাঁর অলৌকিক চিহ্নগুলিতে আস্থা হারাবেন না। হেয় ও হতাশ বোধ করার পরের মুহূর্তে তিনি আমাদের পক্ষে পুরো জিনিসকে ঘুরিয়ে দিতে পারেন!

পাঁচ. সব পরীক্ষার পরেও আপনি এখানে এসেছেন এবং আপনি অবিচল রয়েছেন। আপনি কি মনে করবেন না যে সর্বশক্তিমান আপনাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন? তাঁর পরিকল্পনায় আস্থা রাখুন। ইতিবাচক হোন, ধৈর্য ধরুন, আপনার সমস্যার সফল অতিক্রমের জন্য এটি সবচেয়ে নিশ্চিত উপায়। এটা সহজ নয়, তবে আপনি অন্তহীন দয়া পাবেন।

ছয়. বিপর্যয়ের প্রথম লক্ষণে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখান তা হলো ধৈর্যের আসল পরীক্ষা। আপনি শান্ত এবং সংযত হতে পারেন অথবা হিস্ট্রিয়াগ্রস্ত ও ক্ষুব্ধ হতে পারেন। কোনটি হবেন তা ঠিক করবেন আপনি। এমনকি আপনার তমশাচ্ছন্ন মুহূর্তগুলোতেও হতাশ হবেন না। ধৈর্য ধরুন এবং আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন। কষ্টের পরে স্বস্তি ও স্বাচ্ছন্দ্য আসে। কখনো ভুলবেন না সেটা।

সাত. দুর্ভাগ্য ভর করলে এ জন্য সর্বশক্তিমানকে দোষ দেবেন না। আমাদের শক্তিশালী করতে এবং ধৈর্য বাড়ানোর জন্য এটি আসে, আমাদের শাস্তি দেয়ার জন্য নয়। সর্বশক্তিমান আমাদের জন্য যা সঞ্চিত রেখেছেন তা নিয়ে কখনো সন্দেহ করবেন না। আমরা বড় ক্যানভাস দেখতে পাই না। আমরা কেবল আমাদের সামনে যা আছে তাতে মনোনিবেশ করি। সর্বোত্তমটি জানেন তিনি।

দ্রষ্টব্য

পৃথিবীর প্রত্যেক জীবের জীবিকার দায়িত্ব আল্লাহর। তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয়। সবকিছুই (উল্লেখ) এক সুবিন্যস্ত কিতাবে (লওহে মাহফুজে) রয়েছে। (সূরা হুদ: ৬)

আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুত সব কিছু। (সূরা জারিয়াত: ২২)

শয়তান তোমাদেরকে অভাব-অনটনের ভয় দেখায়। (সূরা বাকারা: ২৬৮)

একমাত্র যে কারণে বান্দাকে রিজিক থেকে বঞ্চিত রাখা হয় তা হচ্ছে গোনাহের কাজে লিপ্ত থাকা। (সুনানে ইবনে মাজাহ: ৯০)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *