বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হার্টে বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন। অপারেশনের কাজে নিয়োজিত ডাক্তারগণ মিডিয়াকে ব্রিফ করেছেন।
ভিডিও : https://youtu.be/X6npwItmfO0?si=y-KHSdUue8da6pCV
বিশিষ্ট কার্ডিওলজিস্ট সার্জন ডা. জাহাঙ্গীর কবির এ সময় মিডিয়াকে বলেন, ডা. শফিক সাহেবের অপারেশনসহ সবকিছুই অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা সর্বোচ্চ প্রযুক্তিগত সহায়তা নিয়ে অপারেশনটি সম্পন্ন করতে পেরেছি। আশা করছি, অতি দ্রুত উনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন।
ডা. জাহাঙ্গীর কবির আরো বলেন, আমীরে জামায়াতের অপারেশনটা একদম সঠিক সময়ে হয়েছে। নির্দিষ্ট সময়েই উনার জ্ঞান ফিরবে এবং আগামী ৩ দিন উনি আইসিইউতে থাকবেন। এরপর উনাকে কেবিনে নিয়ে আসা হবে। সবকিছু ভালো থাকলে সপ্তাহখানিকের মধ্যে তিনি বাসায় যেতে পারবেন।
বাইপাস সার্জারির বর্ণনা দিয়ে তিনি বলেন, উনার ৩টা বাইপাস করার কথা ছিল। আমরা ৪টা বাইপাস করেছি যেন কোনোদিক থেকেই কোনো সমস্যা না হয়। কোনো জটিলতা ছাড়াই সার্জারি শেষ হয়েছে। আমরা আশা করছি উনাকে হয়তো ৩-৪ দিন আইসিইউতে থাকতে হতে পারে। আগামী সাতদিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন। আগামী তিন সপ্তাহের মধ্যে তিনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন।
সাংবাদিক সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি সুস্থ রয়েছেন। এই মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. শহিদ আলম চৌধুরী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ইউনাইটেড হাসপাতালের পরিচালানা বোর্ডের চেয়ারম্যান ও কর্মকর্তারা।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে আমীরে জামায়াত অপারেশন থিয়োটারে নেওয়া হয়। এরপর সাড়ে ৭টার দিকে তার অপারেশনের কার্যক্রম শুরু করেন চিকিৎসকেরা। সাড়ে ১২টার দিকে অপারেশন শেষ হয়।
এ দিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল তার ফেসবুক পেইজে দেয়া স্ট্যাটাসে বলেন, আলহামদুলিল্লাহ! সম্মানিত আমীরে জামায়াতের অপারেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অপারেশন শেষে আমীরে জামায়াতের অপারেশনের কাজে নিয়োজিত ডাক্তারগণ মিডিয়াকে ব্রিফ করেছেন। তিনি দোয়া কামনা করে বলেন, আমরা দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছিÑআপনারা যারা আমাদের সম্মানিত আমীরে জামায়াতের সুস্থতার জন্য সার্বক্ষণিক মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন। আমরা বিশ্বাস করি, মহান আল্লাহর একান্ত মেহেরবানি ও আপনাদের একান্ত দোয়ার বরকতেই সম্মানিত আমীরে জামায়াতের এ পর্যন্ত চিকিৎসা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমাদের আশাবাদÑআপনারা সুস্থ থেকে আমীরে জামায়াতের পরিপূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত এ দোয়া ও ভালোবাসা অব্যাহত রাখবেন। মহান আল্লাহ আমাদের প্রিয় রাহবারকে যেন অতি দ্রুত দ্বীনের কাজের জন্য ভূমিকা রাখার তাওফিক দান করেন, সেই দোয়াই করছি। আমিন।
এর আগে শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, সম্প্রতি এক সমাবেশে অসুস্থ হয়ে পড়লে ডা. শফিকুর রহমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার হৃদযন্ত্রে ৫টি ব্লক ধরা পড়ে, যার মধ্যে কয়েকটি গুরুতর। মিয়া গোলাম পরোয়ার বলেন, অনেকেই বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। কিন্তু ডা. শফিকুর রহমান নিজেই দেশেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তৃতা করার সময় দুইবার ঢলে পড়েন ডা.শফিকুর রহমান। আবারও অসুস্থ হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন। এনজিওগ্রামের পর হৃদপিন্ডে ব্লক ধরা পড়ে।