ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন। বুধবার সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে আমীরে জামায়াতের সঙ্গে দেখা করে তাঁর পরিপূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দো’য়া করেছেন।
গত শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আমীরে জামায়াতের হার্টের বাইপাস সার্জারি করা হয়। তিনি এখন কেবিনে অবস্থান করছেন। এদিকে জামায়াতের পক্ষ থেকে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞ ও ধন্যবাদ জ্ঞাপন করে ‘মহান আল্লাহ তাঁকে উত্তম জাযা দান করুন’ বলে মোনাজাত করা হয়।