‘আমি আর গণহত্যায় জড়িত হব না’ বলেই শরীরে আগুন দিলেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

আমেরিকা সাম্প্রতিক
শেয়ার করুন

মার্কিন বিমানবাহিনীর এক সক্রিয় সদস্য রবিবার বিকেলে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের বাইরে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এমনটি করেছেন বলে সংবাদ মাধ্যমে জানা গেছে।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, লোকটি প্রতিবাদ চিত্রায়িত করেছে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইচ-এ লাইভ স্ট্রিম করেছে। তখন ক্লান্ত অবস্থায় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমি আর গণহত্যায় জড়িত হব না’। এরপরই তিনি নিজের শরীরে তরলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরান। মাটিতে পড়ে না যাওয়া পর্যন্ত তাঁকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘ফিলিস্তিনকে মুক্ত করো’।

নিউইয়র্ক টাইমস নিশ্চিত করতে পারেনি যে ভিডিওটি পোস্ট করা অ্যাকাউন্টের পিছনে কে ছিল, তবে ভিডিওটিতে একজন ব্যক্তিকে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দিকে হাঁটতে দেখা গেছে।

শহরের দমকল বিভাগের মুখপাত্র ভিটো ম্যাগিওলো বলেছেন, ইউএস সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা দুপুর ১টার দিকে উত্তর-পশ্চিম ওয়াশিংটনে দূতাবাসের বাইরে আগুন নিভিয়ে ফেলেন। তবে লোকটির অবস্থা গুরুতর। তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার জীবন হুমকির সম্মুখীন।

মার্কিন বিমান বাহিনীর মুখপাত্র অ্যান স্টেফানেক গত রাতে নিশ্চিত করেছেন যে, লোকটি একজন সক্রিয়-ডিউটি এয়ারম্যান ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *