আমার কবিতা রচনার কৌশল এবং বৈচিত্র্য । হাসান আলীম

বাংলাদেশ সময় সাহিত্য
শেয়ার করুন

আমি কিশোর বেলা থেকে লেখা লেখি করি। স্হানীয় এবং জাতীয় পত্রিকাসহ বিভিন্ন সাহিত্য পত্রিকা এবং ম্যাগাজিনে আমার লেখা ছাপা হয়েছে। আমার প্রকাশিত মৌলিক গ্রন্থ সংখ্যা প্রায় ৪৫ এর মতো। কবিতা, ছড়া,প্রবন্ধ, ছোটগল্প, নাটক, বিজ্ঞান কল্পকাহিনীসহ বিভিন্ন বিষয়ে লিখছি। আমার কবিতা, ছড়াগ্রন্থ, সমগ্রসহ প্রায় ৩০টি কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নে বিএসসি অনার্স পড়াকালে আমার প্রথম কাব্যগ্রন্থ ‘শ্বাপদ অরণ্যে অগ্নি শিশু’ (১৯৮৩)বের হয়।
আমি লেখালেখির ব্যাপারে সিলেক্টিভ,পরিকল্পনামাফিক। কখনওবা হঠাৎ হঠাৎ করে ছড়া কবিতা লিখি, তবে প্রবন্ধ এবং গবেষণার ক্ষেত্রে তা নয়। সেটা পরিকল্পনা এবং দীর্ঘ অধ্যায়ন ছাড়া সম্ভব নয়।

আমার কিছু কবিতাগ্রন্থ এবং ছড়া বইয়ের রচনা বৈশিষ্ট্য উল্লেখ করছি –

১.
দীর্ঘ কবিতা- আমার প্রথম কাব্যগ্রন্থ ‘শ্বাপদ অরণ্যে অগ্নি শিশু’তে শিরোনাম কবিতা ‘শ্বাপদ অরণ্যে অগ্নিশিশু’ দীর্ঘ প্রায় ৯০০ পঙক্তির। গদ্য ফর্মের এ কবিতায় সমাজ বিপ্লবের কথা প্রতীকী উচ্চারণে বিবৃত হয়েছে।

২.
বিমূর্ত ভাবের কবিতা- ‘মৃগনীল জোছনা'(১৯৯০),’বৃষ্টি মুখর চোখ’ (২০০৯), কাব্যগ্রন্থে রয়েছে বেশি। এছাড়াও আরও কিছু বিমূর্ত কবিতা রয়েছে আরও অন্য কাব্যগ্রন্থে।

৩.
বিজ্ঞান ও বিজ্ঞান পরাবাস্তববাদী কবিতা- ‘তোমার উপমা'(১৯৯৪) কাব্যগ্রন্থে রয়েছে এককভাবে। এছাড়াও আরও কিছু বিজ্ঞানময় এবং পরাবাস্তববাদী কবিতা রয়েছে কিছু কাব্যগ্রন্থে। কবিতাগুলো সৃষ্টি তত্ত্ব এবং বিজ্ঞান বিষয়ক আধ্যাত্মিকতাময়।

৪.
নবীপ্রেমের কবিতা- ক. ‘সবুজ গম্বুজের ঘ্রাণ'(১৯৯১), খ.’যে নামে জগত আলো’ (১৯৯৮,১৯৯৯) গ্রন্থে রয়েছে এককভাবে। ‘যে নামে জগত আলো’ সনেট কাব্যগ্রন্থ। সনেটগুলোতে রয়েছে পরীক্ষা নিরীক্ষা।

৫.
কাব্য নাটক-‘ডানাঅলা অট্টালিকা’ (১৯৯৭) কাব্যগ্রন্থে পাঁচটি কাব্য নাটক রয়েছে। আমাদের স্বাধীনতা যুদ্ধ, দেশে দেশে স্বাধীনতা যুদ্ধ, প্রেম এবং পরাবাস্তববাদ বিষয়ক কাব্য নাটক রয়েছে এ কাব্যগ্রন্থে।

৬.
সনেট- দুটি সনেট কাব্যগ্রন্থসহ প্রায় ১০০ সনেট রয়েছে আমার। ক. ‘যে নামে জগত আলো’ (১১৯৯৮,১৯৯৯),খ.’দ্রাবিড় বাংলায়'(২০০৫), নবী প্রেম এবং স্বদেশ, সংস্কৃতি, ঐতিহাসিক চরিত্র নিয়ে সনেট রয়েছে এ কাব্যগ্রন্থ দুটিতে। সনেট নিয়ে পরীক্ষা নিরীক্ষা রয়েছে বেশ কিছু সনেট। কিছু নতুন বিন্যাসের সনেট রয়েছে এ কাব্যগ্রন্থ দুটিতে।

৭.
মোজেজা এবং যাদুবাস্তবতা বিষয়ক, পরাবাস্তব, অধ্যাত্মবাদ বিষয়ক, ডাডাবাদ এবং বিমূর্ত ভাবের কবিতা- ক.’কাব্য মোজেজা'(২০০০), ২.’ছুমন্ত্র সরল অঙ্ক'(২০২৩) কাব্যগ্রন্থ দুটিতে মোজেজাবাদ, যাদুবাস্তবতা, পরাবাস্তববতা, বিজ্ঞান, বিজ্ঞান পরাবাস্তবতা, ডাডাবাদ, বিমূর্ত ভাবের কবিতা, অধ্যাত্মবাদের কবিতা রয়েছে এ দুটি কাব্য গ্রন্থে। কবিতাগুলো গদ্য ফর্মের এবং মুক্তক অক্ষর বৃত্ত ছন্দে রচিত হয়েছে। আমাদের বিশ্বাস, ঐতিহ্য, সৃষ্টি তত্ত্ব, বিজ্ঞান ময়তা, অধ্যাত্মবাদ এবং চিরন্তনতা বিষয়ক কবিতা রয়েছে এ দুটি কাব্যগ্রন্থে।

৮.
জ্যামিতিক ত্রিমাত্রিকতা,গণিত এবং বিজ্ঞানময়তা- ক.’কিউব কবিতা ও অন্য চাঁদ’ (২০১৬), খ.’ছুমন্ত্র সরল অঙ্ক’ (২০২৩) কাব্যগ্রন্থ দুটিতে কিউবিজম, জ্যামিতিক ত্রিমাত্রিকতা, গণিত এবং গাণিতিক ফর্মুলা বিষয়ক নতুন চিত্রকল্পের কবিতা রয়েছে।
কবিতা গুলো মুক্তক অক্ষর বৃত্ত এবং গদ্য ফর্মের। আমাদের বিশ্বাস, ঐতিহ্য এবং সমাজবাস্তবতা নিয়ে রচিত এ কবিতাগুলো।

৯.
প্রায় চল্লিশের অধিক অর্থ অলংকার সমৃদ্ধ কবিতা- ‘কোথায় রাখি এ অলংকার'(২০০৩), এ কাব্যগ্রন্থের সব কবিতায় বেশ কিছু অর্থ অলংকার রয়েছে। একটি কবিতায় একাধিক অর্থ অলংকার এবং শব্দালংকার রয়েছে। এ গ্রন্থের সব কবিতায় প্রায় চল্লিশের অধিক অর্থ অলংকার সমৃদ্ধ কবিতা রয়েছে।

১০.
করোনা কালের কবিতা- ‘আকাশের অজগর'(২০২১) কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতা করোনা সংক্রমণ সংক্রান্ত। কবিতাগুলো প্রতীকী এবং বিমূর্ত ভাবের। প্রায় সব কবিতা গদ্য ফর্মের তবে দুটি কবিতা রয়েছে মুক্তক অক্ষর বৃত্ত ছন্দের। আমাদের নৈতিক পতন,বিশ্বরাজনীতির কূটনীতি, অবিশ্বাসের পরিনাম, চিরন্তন প্রেমের কবিতা রয়েছে, আধ্যাত্মিক ও আদর্শবাদী কবিতা রয়েছে এ গ্রন্থে।

১১.লোকপ্রেম- লোকজ ঐতিহ্য এবং লোকপ্রেম নিয়ে বিভিন্ন ছন্দের কবিতা রয়েছে আমার ‘হৃদয়ে রেখেছি যারে'(২০০৫)

১২.
আধ্যাত্মিক কবিতা- ‘ফানাফিল্লাহ'(২০২৩) কাব্যগ্রন্থে রয়েছে নতুন ধারার দ্বিপদী পঙক্তির ২০২টি কবিতা। স্রষ্টা তত্ব,সৃষ্টি তত্ত্ব, নবী তত্ত্ব, দেহ তত্ত্ব, প্রেম তত্ত্ব, বিরহ তত্ত্ব, রূপ তত্ত্ব নিয়ে অক্ষর বৃত্ত, মাত্রা বৃত্ত এবং স্বরবৃত্ত ছন্দে রচিত এ কবিতাগুলোতে পরম তৃপ্তি বা ক্লাইমেক্স রয়েছে।

১৩.
‘দাও সে সোনার গাও’ (২০০৯) কাব্যগ্রন্থের কবিতাগুলো দেশের ইতিহাস, ঐতিহ্য, ঐতিহাসিক চরিত্র,স্বাধীনতা সংগ্রাম, আদর্শবাদিতা নিয়ে লেখা। কবিতা গুলো মুক্তক অক্ষর বৃত্ত, মাত্রা বৃত্ত ছন্দের, তবে কিছু কবিতা গদ্য ফর্মে লেখা হয়েছে।

১৪.
ছড়া ও কিশোর কবিতা- আমার এ পর্যন্ত সাতটি (৭) টি ছড়া ও কিশোর কবিতাগ্রন্থ প্রাকাশ পেয়েছে এবং একটি নির্বাচিত ছড়া গ্রন্থ বের হয়েছে। আমি শিশুতোষ ছড়া, কিশোরদের জন্য কিশোর কবিতা, লোকজ ছড়া,নতুন ছন্দের ছড়া লিখছি। লোক ঐত্যিহের প্রতীকী রাজনৈতিক ছড়াও লিখেছি।

১৫.গীতিকবিতা- গীতি নির্ঝর (২০২২) আমার লেখা গানের বই। এ গ্রন্থে প্রায় ১২৫টি গীতি কবিতা রয়েছে। হামদ, নাত, ভাবসংগীত,প্রেম সংগীত, বিচ্ছেদ সংগীত, প্রকৃতি সংগীত, দেশ সংগীত, আনন্দ সংগীত, ভক্তিগীতি, নিবেদন মূলক গান, জাগরণ মূলক গান, ফুলকলিদের গান প্রভৃতি গান রয়েছে এ বইয়ে। অক্ষর বৃত্ত, মাত্রা বৃত্ত, স্বরবৃত্ত ছন্দে রচিত গানগুলো আস্হায়ী,অন্তরা,সঞ্চারী এবং আভোগ এই চার স্তবকে সৃষ্ট হয়েছে। গানের ভাষায় নতুনত্ব এবং কাব্যময়তা রক্ষা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *