আমরা জিতবো ইনশাআল্লাহ : ১৭ লাখ মানুষের সমাবেশে এরদোগান

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান সমর্থকদের সমাবেশ ছিল সাগরের উচ্ছ্বসিত ঢেউয়ের মতো। জনতার বাঁধ ভাঙ্গা স্রোত আর উচ্চাসে আশাবাদী হয়ে উঠেছেন এরদোগান। রোববার ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরের টারমাক জুড়ে কাঁধে কাঁধ মিলিয়ে ছিলেন আপামর জনসাধারণ। ৬৯ বছর বয়সী রাষ্ট্রপতির কথার সাথে ছিল তুর্কি পতাকা এবং ব্যানারের এক উত্তাল তরঙ্গ।

ধনী-গরীব ও ধর্ম-বর্ণ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের সমাবেশে এরদোগান বলেছেন, পশ্চিমা মিডিয়ার অপপ্রচার কোনো কাজে আসবে না। আপনাদের সমর্থনই আমার বিজয়ের জন্য যথেষ্ট। আমরা জিতবো ইনশাআল্লাহ। উপস্থিত প্রায় ১৭ লাখ মানুষ সমস্বরে জবাব দেন ইনশাআল্লাহ।

নির্বাচনের সময়ে পশ্চিয়া মিডিয়াগুলো এরদোগানের দল একে পার্টি সম্পর্কে অপপ্রচার করছে। তারা এরদোগানকে সমর্থন না দেয়ার প্রতি ভোটারদের উৎসাহিত করছে। এমন সময় জনগনের ভালোবাসার গুরুত্ব বুঝাতে এরদোগান বলেন, আপনাদের সমর্থনই আমার বিজয়ের জন্য যথেষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিমা মিডিয়া আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। আপনারাই তাদের যথার্থ উত্তর দেবেন।

এরপর এরদোগান তার সরকারের উন্নয়ন, বিগত ২১ বছরের সব অর্জন ও দেশের উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, গত ২১ বছরে আমাদের সরকার দেশের ২১ মিলিয়ন মানুষকে চাকরি দিয়েছে। আমরা এক কোটি পাঁচ লাখ নতুন ঘর বানিয়ে দিয়েছি।

জননেতা এরদোগান আরো বলেন, ২০০২ সালে যখন একে পার্টি ক্ষমতায় আসে, প্রতিশ্রুতি দিয়েছিলাম শিক্ষা, স্বাস্থ্য, ন্যায়বিচার ও নিরাপত্তার প্রভূত উন্নতি হবে। সেই প্রতিশ্রুতি পূর্ণরূপে রক্ষা করেছি। একে পার্টি কেবল এই চার দিকের উন্নয়নেই ক্ষ্যান্ত থাকেনি। পাশাপাশি পরিবহন, কৃষি ও কূটনীতির ক্ষেত্রেও দেশকে অগ্রসর করেছে। উন্নত করেছে দেশের অবকাঠামোর।
এদিকে সংখ্যাগরিষ্ঠ কুর্দি ভোটাররা সম্ভবত আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানকে সমর্থন করবেন। কারণ তাদের ব্যাপারে তিনি অনেক ঝুঁকি এবং সাহসী পদক্ষেপ নিয়েছেন। সে সম্পর্কে সচেতন ও বিশেষজ্ঞরা ডেইলি সাবাহকে এমন কথা বলেছেন।

১৪ মে রাষ্ট্রপতি এবং সংসদীয় নির্বাচনে প্রায় ৬১ মিলিয়ন মানুষ ভোট দেওয়ার যোগ্য। এরমধ্যে ১৫ থেকে ২০ মিলিয়ন কুর্দি জনসংখ্যাকে এই প্রতিযোগিতার শক্তিশালী নির্ধারক ফ্যাক্টর হিসাবে বিবেচনা করা হচ্ছে।
আঙ্কারা-ভিত্তিক কুর্দি সাংবাদিক মুস্তাফা একিচির মতে, কুর্দিরা এরদোগানকে অতীতের নির্বাচনের চেয়ে বেশি ভোট দেবেন। কারণ তার উপর বিশেষ আস্থা অর্জিত হয়েছে এবং অন্যান্য প্রার্থীরা কুর্দিদের জন্য একটি বড় ঝুঁকি তৈরি করেছে।
উল্লেখ্য, তুরস্কের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রেসিডেন্ট এরদোগান ও ছয়দলীয় বিরোধী জোট মনোনীত প্রার্থী কামাল কিলিজদার উগলো।

লেখক: সাঈদ চৌধুরী সূত্র : ডেইলি সাবাহ, ডন ও আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *