আবােরা ইমরান খান

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

ক্রিকেটে পাকিস্তানের বড় সব অর্জন নিয়ে বানানো হয়েছিল ভিডিওটি। কিন্তু ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উৎসর্গ করা সেই ভিডিওতে ছিল না দেশটির ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্জনের মুহূর্তটি। অধিনায়ক ইমরান খান তুলে ধরছেন ১৯৯২ বিশ্বকাপের ট্রফি – সেই ছবিটাই যে ছিল না।

কেন ছিল না, সেটি স্পষ্টই ছিল। রাজনৈতিক কারণেই দেশটির সাবেক প্রধানমন্ত্রীকে বাদ দিয়েছিল পিসিবি। আর তা করে ব্যাপক সমালোচনার মুখে পড়ে যায় পিসিবি। ওয়াসিম আকরামের মতো সাবেক তারকা জানিয়ে দেন ইমরান খানকে না দেখে বড় ধাক্কা খেয়েছেন তিনি। পিসিবিকে সেই ভিডিও সরিয়ে ফেলতে ও ক্ষমা চাইতেও বলেন আকরাম।

সমালোচনায় কাজ হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ সেই ভিডিও সরিয়ে ফেলে নতুন ভিডিও আপলোড করেছে টুইটারে। ২ মিনিট ৩৫ সেকেন্ডের সেই ভিডিওতে ইমরান খান আছেন। ১৯৯২ বিশ্বকাপ ফাইনালে ইমরানের ব্যাটিং, ম্যাচ শেষের উদ্‌যাপনও ট্রফি হাতে নেওয়ার ক্লিপ যোগ করা হয়েছে নতুন ভিডিওতে।

আগের ভিডিওতে কেন ইমরান খান ছিল না, সেই ব্যাখ্যাও দিয়েছে পিসিবি। টুইটারে পিসিবি লিখেছে, ‘২০২৩ বিশ্বকাপ সামনে রেখে পিসিবি প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছে। তারই অংশ হিসেবে ২০২৩ সালের ১৪ আগস্ট একটি ভিডিও আপলোড করা হয়। সেই ভিডিওটি ছিল সংক্ষিপ্ত, অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত বাদ পড়ে গিয়েছিল। পূর্ণাঙ্গ ভিডিওতে সেই ভুলগুলো সংশোধন করা হয়েছে।’

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি দিয়ে শুরু ভিডিওটিতে পাকিস্তানের টেস্ট অভিষেক, টেস্টে ফজল মেহমুদের ১২ উইকেট, হানিফ মোহাম্মদের ঐতিহাসিক ৩৩৭ রানের ইনিংস, জহির আব্বাসের ডাবল সেঞ্চুরি, ১৯৮৬ এশিয়া কাপে জাভেদ মিয়াঁদাদের সেই বিখ্যাত ছক্কা, ১৯৯২ বিশ্বকাপ জয়, ২০০০ সালে জেতা পাকিস্তানের প্রথম এশিয়া কাপ, ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে, ২০১২ এশিয়া কাপ ও ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয়ও স্থান পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *