আবদুল ওয়াহাব বিন জাইন আল আবিদীন কাবার নতুন চাবি রক্ষক

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

আবদুল ওয়াহাব বিন জাইন আল আবিদীন আল শাইবি পবিত্র কাবার নতুন প্রধান চাবি রক্ষক মনোনীত হয়েছেন। ড. শায়খ সালেহ বিন জয়নুল আবেদিন আল-শাইবির ইন্তকালের পর পবিত্র কাবাঘরের চাবি সংরক্ষণের দায়িত্ব পেয়েছেন তিনি। গত শুক্রবার (২১ জুন ২০২৪) দিবাগত রাতে মক্কায় শায়খ সালেহ ইন্তেকাল করেন। পরদিন শনিবার পবিত্র মসজিদুল হারামে জানাজার পর তাঁকে জান্নাতুল মুয়াল্লায় দাফন করা হয়।

সোমবার (২৪ জুন) সৌদি আরবে বিশিষ্ট ব্যক্তি ও অভিজাত পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আবদুল ওয়াহাব বিন জাইন আল আবিদীন আল শাইবির হাতে পবিত্র কাবাঘরের চাবি তুলে দেওয়া হয়। সাহাবী উসমান ইবনে তালহার ১১০ তম উত্তরাধিকারী হলেন তিনি। তাঁর প্রথম কাজ হবে কাবার কিসওয়াহ হস্তান্তর করা এবং মহররমের প্রথম তারিখে পোশাক পরানো।

শায়খ আবদুল ওয়াহাব আল-শাইবি কাবার চাবির দায়িত্ব গ্রহণের সময় তাঁর ওপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পবিত্র কাবাঘরের ঐতিহ্য ও পবিত্রতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় তিনি মুসলিম ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান এবং মুসলিম বিশ্বের সেবায় তাঁর পূর্বসূরিদের মতো অবদান রাখার অঙ্গীকার করেন।

মক্কা বিজয়ের দিন রাসুলুল্লাহ (স.) উসমান ইবনে তালহা (রা.) এর কাছে চাবি হস্তান্তর করে তাঁকে সম্মানিত করেন। এসময় তিনি বলে দেন, এখন থেকে এ চাবি তোমার বংশধরের হাতেই থাকবে, একেবারে কেয়ামত পর্যন্ত। সেই ধারা এখনো চলমান। তাঁদের কাছ থেকে চাবি নিয়েই বিভিন্ন সময় সৌদি আরবের বাদশাহ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র কাবাঘরে প্রবেশ করে থাকেন। তাঁরাই কাবার দরজা খুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *