আফগানিস্তানে ৩ ব্রিটিশ নাগরিক আটক

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

আফগানিস্তানে তিন ব্রিটিশ নাগরিককে আটক হয়েছেন। এদের মধ্যে ইউটিউবার মাইলস রাউটলেজ (২৩), দাতব্য চিকিৎসক কেভিন কর্নওয়েল (৫৩) এবং একজনের নাম জানা যায়নি। তবে তিনি ত্রাণ কর্মীদের জন্য একটি হোটেল পরিচালনা করেন বলে আইটিভি নিউজ সুত্রে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আফগানিস্তানে আটক ব্রিটিশ নাগরিকদের সঙ্গে কনস্যুলার যোগাযোগের জন্যে কঠোরভাবে কাজ করে যাচ্ছি এবং তাদের পরিবারকে সমর্থন দিয়ে যাচ্ছি।’

প্রেসিডিয়াম নেটওয়ার্কের স্কট রিচার্ডস বলেছেন, আমরা ধারণা করছি তারা ভালো আছেন এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে। তবে তাদের সঙ্গে এখনও অর্থপূর্ণ কোন যোগাযোগ হয়নি বলে তিনি উল্লেখ করেন।

তিনজনের মধ্যে দুজনকে জানুয়ারিতে আটক করা হয়েছে। তৃতীয়জনকে কবে থেকে আটক রাখা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায় নি।

প্রেসিডিয়াম টুইটারে বিষয়টিকে ভুল বুঝাবুঝি বিবেচনা করে তাদেরকে ছেড়ে দিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *