আপনি কি প্রতিশোধ ও ঘৃণার পরীক্ষায় পাস করেছেন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. আপনার সবচেয়ে বড় পরীক্ষাগুলির মধ্যে একটি হল আপনি কীভাবে এমন লোকদের পরিচালনা করেন যারা আপনার সাথে দুর্ব্যবহার করে। আপনি কি আপনার হৃদয়কে ক্ষমাশীল হতে দেন, তাদের মন্দকে ভালোর সাথে চ্যালেঞ্জ করতে দেন, নাকি আপনার হৃদয়ে প্রতিশোধ ও ঘৃণা জন্মাতে দেন? মনে রাখবেন, সর্বশক্তিমান সবাইকে পরীক্ষা হিসেবে আমাদের কাছে পাঠান। আপনি কি সে পরীক্ষা পাস করেছেন?

দুই. সর্বশক্তিমান। জিনিসগুলি আমরা যেভাবে চাই বা প্রত্যাশা করি সে মতো যখন কাজ করে না তখন আমাদের সন্তুষ্ট থাকতে সহায়তা করুন। যা কিছুই ঘটুক না কেন তা আমরা যেন ভালো মনে গ্রহণ করি। আমরা ইতিবাচক মানসিকতা অর্জনের প্রতি যেন মনোনিবেশ দান করি, কারণ আপনিই সর্বজ্ঞ। আপনি সর্বাধিক শক্তিশালী এবং আপনি আমাদের নিয়তির নিয়ন্ত্রণে আছেন। আমাদের প্রার্থনা মঞ্জুর করুন। আমীন!

পূনশ্চঃ

এক. আপনি ভুল শুরু করেছেন। আপনার অতীত নিয়ে আপনি লজ্জিত। নিজের উপর করুণা নিয়ে বাস করবেন না। আপনি যদি আন্তরিক পরিবর্তন চান তাহলে সেটি করুন। মহান আল্লাহ আপনাকে পথ দেখাবেন।

দুই. একটি নেতিবাচক মন সবচেয়ে ইতিবাচক বার্তাগুলিকে নেতিবাচকভাবে ব্যাখ্যা করবে কিন্তু একটি ইতিবাচক মন সেরাটি বের করে, এমনকি একটি নেতিবাচক বার্তা থেকেও।

তিন. মনে রাখবেন, সর্বশক্তিমানের কাছে কোনো কিছুই খুব ছোট অথবা খুব বড় নয়। শুধু তাঁর কাছে চান। তিনি আপনার প্রার্থনা শুনে বিরক্ত হন না. আপনি তাঁকে খুঁজছেন এটি দেখতে তিনি ভালবাসেন।

চার. জীবনে যে ভুলগুলো করবেন তা থেকে শিক্ষা নিন। এগুলো এক একটা টার্নিং পয়েন্ট। এসব গুরুত্বপূর্ণ পাঠ বহন করে। মনে রাখবেন, এর কোনোটিই এলোমেলো কিছু নয়। সর্বশক্তিমান একটি কারণে এভাবে ডিজাইন করেছেন। এগুলো আপনাকে একজন ভাল মানুষ করতে আসে। নিজেকে সংশোধন করুন এবং সামনে এগিয়ে যান।

পাঁচ. প্রতিটা দিনই মসৃণ হবে না। আজকের দিনটি যদি আপনার পথে না যায় তবে সেটিকে মেনে নিন, এটিকে সঠিক মনে করুন। বিশ্বের এখনি সমাপ্তি ঘটে যাচ্ছে না। আপনার পদক্ষেপ যেটি নেবার দৃঢভাবে নিন। আপনি যদি যথাসাধ্য চেষ্টা করে থাকেন তবে সেটিই যথেষ্ট! সর্বশক্তিমান এ ব্যাপারে সচেতন এবং আপনার চেষ্টার প্রতিদান তিনি দেবেন, আপনি সেটাকে যতই তুচ্ছ বিবেচনা করেন না কেন!

ছয়. সর্বশক্তিমান। আপনার সন্তুষ্টির জন্য আমরা যে কাজগুলি করি তা কবুল করুন। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি। আমরা নিখুঁত নই। আমরা প্রায়শই নড়বড়ে হয়ে যাই, আমরা পাপ করি, আমরা ভুল করি। আমাদের ক্ষমা করুন। আমরা কখনই আপনার করুণার আশা হারাবো না এবং সর্বদা আপনার সাথে আমাদের হৃদয় সংযুক্ত রাখব। আমীন।

দ্রষ্টব্যঃ

আর যদি কাউকে তোমরা শাস্তি দাও, তবে ততখানি শাস্তি দেবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে। আর যদি সবর করো তাহলে তা তার জন্যই উত্তম। (সুরা নাহল: ১২৬)

হজরত আনাস রা. বর্ণনা করেছেন, এক ইহুদি একটি মেয়েকে দুই পাথরের মাঝে রেখে হত্যা করে, মৃত্যুর আগে সে মেয়ে হত্যাকারী ইহুদির প্রতি ইঙ্গিত করে। সেই ইহুদিকে নিয়ে আসা হলে সে তা (হত্যার কথা) স্বীকার করে। ফলে রাসুলুল্লাহ সা. সে ইহুদিকে দুই পাথরের মাঝখানে বেঁধে হত্যা করার আদেশ করেন। (বুখারি, মুসলিম)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *