আপনার হৃদয়ের প্রতিটি স্বপ্ন জানেন সর্বশক্তিমান : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. আপনি নিজেকে যতটা জানেন তার চেয়ে সর্বশক্তিমান আপনাকে বেশি ভাল জানেন। তিনি আপনার সম্পর্কে সব কিছু জানেন। আপনার হৃদয়ের প্রতিটি স্বপ্ন, তিনি জানেন। তিনি আপনাকে যা কিছু দেন তা আপনার নিজের ভালোর জন্য। তিনি আপনার থেকে যা কিছু বন্ধ রাখেন তাও আপনার নিজের মঙ্গলের জন্য। তাই মন খারাপ করবেন না।

দুই. নিজেকে সেখানে উঠানোর জন্য কাউকে ভেঙে ফেলবেন না। বিশ্বাস করুন এটা স্থায়ী হবে না। মহান আল্লাহ তা দেখবেন। সর্বদা ন্যায়বান এবং ন্যায্য হতে হবে। যা আপনি গ্রহণ করেন তার সবক্ষেত্রে এটি নিশ্চিত করুন।

পূনশ্চঃ

এক. অনেক লোক কথা বলে কিন্তু কাজ করে না। তারা প্রতিশ্রুতি দেয় কিন্তু পূরণ করে না। আজকের দুনিয়ার অবস্থাটা হয়ে দাঁড়িয়েছে এমনই। এমন ভন্ডামি থেকে সাবধান।

দুই. আপনি যখন অন্যের ত্রুটিগুলি খুঁজতে থাকেন, তখনই আপনি তা দেখতে পাবেন। তবে আপনি তাদের সৌন্দর্য দেখতে পাবেন না। মানুষের মধ্যে যা ভাল তাতে ফোকাস করা শুরু করুন।

তিন. সততা ও দয়ার যে কোনও কাজের অফুরন্ত তরঙ্গ প্রভাবকে কখনই অবমূল্যায়ন করবেন না, তা যত ছোটই হোক না কেন। আগে বা পরে, এটি আপনার কাছেই ফিরে আসবে। মনে রাখুন, যা যায়, তা আবার ঘুরে আসে। সম্ভবত অবিলম্বে নয় কিন্তু সর্বশক্তিমান আপনাকে শেষ পর্যন্ত পুরস্কৃত করবেন বলে দৃঢ বিশ্বাস রাখুন।

চার. মাঝে মাঝে, আমরা ভাল লোকদের নিন্দা করি কারণ আমরা তাদের সাথে কয়েকটি বিষয়ে দ্বিমত পোষণ করি। তারা যে ভাল করছে তা আমরা দেখতে অস্বীকার করি। মতবিরোধ স্বয়ংক্রিয়ভাবে একজন ব্যক্তিকে চরম, খারাপ বা মন্দ করে না। যে সম্মানের সাথে একমত হয় না এবং যে মন্দ তার মধ্যে পার্থক্য করতে শিখুন!

পাঁচ. কায়মনোবাক্যে প্রার্থনা করুন। আন্তরিকভাবে দোয়া করুন। আপনার কোনভাবেই সন্দেহকে প্রশ্রয় দেয়া উচিৎ নয় এবং আশা করুন সর্বশক্তিমান আপনার পরিস্থিতি পরিবর্তন করে দিবেন। এটি আপনি যেভাবে চাইবেন সেভাবে সব সময় কাজ করে না। সুতরাং আপনার প্রার্থনা বন্ধ করবেন না এবং আপনি তার কাছে যা কিছু চান সেটি পাওয়ার ব্যাপারে নিজেকে সন্দেহের মধ্যে ফেলবেন না। তাঁকে পুরোপুরি বিশ্বাস করুন এবং আপনার উদ্ভাসিত জীবন দেখুন!

ছয়. আপনি যখন কারও প্রতি অন্যায় করেন, তখন টেবিলগুলি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না এবং নিজেকে অন্যায়কারী দলের অন্তর্ভুক্ত করে ফেলবেন না। ভাবতে পারেন এর মাধ্যমে আপনি দূরে সরে চলেছেন কিন্তু সর্বশক্তিমান পুরো ঘটনাটিই জানেন। আসলে, আপনার ভয় করা উচিত কারণ যখন এসব কিছু একসাথে আপনার কাছে ফিরে আসে তখন সত্যটি প্রকাশ হয়ে যায়। তিনি সবকিছু ভালভাবে জানেন!

সাত. আমরা যখন জীবনে ঝড়ের মুখোমুখি হই তখন আমরা সুন্দর ধৈর্য ধারণ করি, আমাদের শিকড়কে আরও গভীরভাবে নোঙ্গর করি, তা না হলে আমরা কি ডুবে যাই না এবং ছিটকে পড়ি না? এজন্যই ভাল সময়ে সর্বশক্তিমানের সান্নিধ্যে থাকা গুরুত্বপূর্ণ, এতে যখন খারাপ সময় আসবে তখন তিনি আমাদের দেখবেন!

দ্রষ্টব্যঃ

তারা (ইহুদিরা) সবাই মিলেও তোমাদের সাথে লড়াই করবে না। হ্যাঁ, সুরক্ষিত জনপদ কিংবা দুর্গের দেয়ালের আড় থেকেই লড়াই করার সাহস করবে তারা। (সূরা হাশর : ১৪)

তাদের (ইহুদিদের) চুক্তি ও প্রতিশ্রুতি ভঙ্গ, আল্লাহর আয়াতের সাথে কুফরী এবং অন্যায়ভাবে নবীদের হত্যা করার কারণে আল্লাহ তাদের অন্তরে গোমরাহির সিল মেরে দিয়েছেন। (সূরা নিসা : ১৫৫)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *