আপনার ভালো আচরণে অন্যরা তা নাও করতে পারে : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. জীবনকে কখনও কখনও বোঝা কঠিন হতে পারে। আপনি অন্যদের সাথে যতই ভালো হোন না কেন, তারা আপনার সাথে একই আচরণ করবে বলে আশা করবেন না। কখনও কখনও আপনি যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তাদেরই আপনি সবচেয়ে কম বিশ্বাস করতে পারেন।

পূনশ্চঃ

এক: সমাজ দ্বিতীয় সুযোগ মেনে নেয় না। আপনি যখন ভুল করেন তখন সেটি ক্ষমার অযোগ্য গণ্য হতে পারে। কিন্তু সর্বশক্তিমান আপনাকে একটি নতুন শুরুর সুযোগ দিতে প্রস্তুত যখন আপনি তাঁর দিকে ফিরে যান। নিরাময়, ক্ষমা এবং শান্তি আপনার যা কিছু প্রয়োজন, তিনি আপনার জন্য আছেন। একটি নতুন সুচনার জন্য তাঁকে অন্বেষণ করুন।

দুই: প্রতিবার যখন আমরা আঘাত পাই, তার জন্য আমরা অন্যদের দোষারোপ করি। সবসময় অন্য কারোর দোষ খোঁজার ফাঁদে পা দেবেন না। নিজেকে জবাবদিহি করতে শিখুন। আপনার জীবন এবং আপনার নিজের ভুলের দায়িত্ব নিন। সর্বশক্তিমান সত্য কি তা জানেন। নিরপরাধ কাউকে দোষারোপ করবেন না।

তিন. আপনি যখন কাউকে ভুল করতে দেখেন, তখন এটি তাকে খারাপ মানুষ করে তুলেছে এমনটি না। প্রত্যেকে তাদের পথে পাঠানো চ্যালেঞ্জের সঙ্গে সংগ্রাম করছে। এটি নিয়ে বিচারে বসবেন না। উৎসাহিত করুন।

চার. যখনই আপনি নিজের অবস্থার জন্য দুঃখিত হবেন, তখনই জেনে রাখুন যে আরও খারাপ অবস্থার মধ্যে অনেক মানুষ আছেম। আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ হন। মনে রাখবেন, সর্বশক্তিমান সবকিছু কেড়েও নিতে পারেন। সবকিছুই তাঁর নিয়ন্ত্রণে।

পাঁচ: যখন আমরা বলি যে, কেউ বদলে গেছে, আমরা সত্যিই বোঝাতে চাই যে তাদের মুখোশ পড়ে গেছে। আমরা এর পিছনের আসল ব্যক্তিটিকে তখন দেখতে পাই; সত্য রংটি প্রকাশ পেয়ে যায়।

ছয়: বিষাক্ত লোকদের ব্যাপারে সচেতন থাকুন। তারা শিকার নিয়ে খেলতে পছন্দ করে। তারা আপনাকে খারাপ লোক হিসাবে বিশ্বাস করানোর জন্য অন্যকে প্রভাবিত করার ক্ষেত্রে বেশ দক্ষ। আপনি উদ্বিগ্ন হবেন না যদি যা আপনি করেননি এমন কিছু করার জন্য আপনাকে দোষী করা হয়। সত্যিকার অর্থে এটাই জীবন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সর্বশক্তিমান আল্লাহ সবকিছু জানেন। তিনি সব বিষয়ে সচেতন!

সাত: সর্বশক্তিমান। আমাদের পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত তখন আমাদের আলো দিন। হতাশায় আমাদের অন্তর যখন পূর্ণ তখন আমাদের আশা জোগান। সন্দেহ আমাদের বিশ্বাসকে হুমকিতে ফেলে দিলে আমাদের ঈমানকে শক্তিশালী করুন। পথ হারিয়ে গেলে আমাদের গাইড করুন। জীবনের বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে চলার সময় আমাদের আপনার সুরক্ষার ছায়ায় স্থান দিন।

দ্রষ্টব্য:

মহাপ্রভু ক্ষমাশীল দয়ালু:

এ গ্রন্থ (আল কোরআন) পরাক্রমশালী, সর্বজ্ঞ আল্লাহর নিকট হতে অবতীর্ণ হয়েছে। যিনি পাপ ক্ষমাকারী, তাওবা কবুলকারী, কঠোর শাস্তি প্রদানকারী, অনুগ্রহ বৰ্ষনকারী। তিনি ব্যতীত কোন সত্য ইলাহ নেই। ফিরে যাওয়া তারই কাছে। কেবল অবিশ্বাসীরাই আল্লাহর নিদর্শনসমূহ সম্বন্ধে বিতর্ক করে সুতরাং দেশে-দেশে তাদের অবাধ বিচরণ যেন তোমাকে বিভ্রান্ত না করে। (সুরা মুমিন:২-৪)

তিনি যথাযথভাবে আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি রাত্রি দ্বারা দিনকে আচ্ছাদিত করেন এবং রাত্রিকে আচ্ছাদিত করেন দিন দ্বারা, চন্দ্র ও সূর্যকে তিনি করেছেন নিয়মাধীন। প্রত্যেকেই আবর্তন করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। জেনে রাখ, তিনি পরাক্রমশালী, পরম ক্ষমাশীল। (সূরা জুমার:৫)

নবী করিম (সা.) বলেন, ‘যদি কেউ গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তেগফার করাকে নিজের ওপর আবশ্যক করে নেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে তিনটি পুরস্কার দেবেন—তার জীবনের কঠিন অবস্থা থেকে তাকে উদ্ধার করবেন, তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন, তাকে অচিন্তনীয় ও অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। (মুসলিম ও তিরমিজি)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *