অনুবাদ: মাসুম খলিলী
এক.শয়তান আপনার মনে সন্দেহ ও অবিশ্বাস তৈরি করার জন্য অতিরিক্ত সময় কাজ করে। এর শিকার হবেন না। তার ফিসফিসানিকে একটা ঢাকনা দিয়ে রাখুন। সে কখনো হাল ছাড়বে না। সেজন্যই আপনাকে দরজা বন্ধ করতে হবে এবং আপনাকে সামনের যাত্রায় ফোকাস করতে হবে। আপনাকে প্রতারণা করতে সুযোগ দেবেন না তাকে।
দুই. আমাদের চারপাশে এত বেশি নেতিবাচকতা রয়েছে যে, এটি অনুভব করা খুব সহজ। নিজেকে ধরে রাখুন। আপনার বোঝা যেন আপনাকে ডুবিয়ে দিতে না পারে। আপনার পরীক্ষাগুলি যেন আপনাকে এটি না ভাবায় যে, কোনও উপায় নেই আপনার। মনে রাখবেন, কোন কিছুই স্থায়ী হয় না। যতই ছোট হোক না কেন আপনার আশীর্বাদের উপর ফোকাস করা শুরু করুন।
তিন. সর্বশক্তিমান। যখন আমাদের জীবনে বিপর্যয় ও ঝড় নিয়ে আসে তখন সেগুলি যেন আমাদের অগ্রসর হতে সহায়তা করে সে সাহায্য করুন। প্রশান্তি বজায় রাখুন, এর কারণ হলো এই কষ্ট স্থায়ী হয় না। যখন আমরা ভঙ্গুরতা অনুভব করি, তখন আমাদের নিরাময় দান করুন যাতে আমরা আবার স্বাভাবিক হতে পারি। আমাদের সর্বদা আপনার সুরক্ষায় রাখুন। আমীন!
পূনশ্চঃ
এক. আপনার জীবনের কোন পর্যায়ে, লোকেরা আপনার সাথে অন্যায় আচরণ করবে। এ নিয়ে দুশ্চিন্তা করবেন না এবং মন খারাপ করবেন না। সত্য সবসময় শেষ পর্যন্ত বেরিয়ে আসবে। এটি আপনাকে অনেক স্বস্তি দেবে। জেনে রাখুন যে সর্বশক্তিমান সব বিষয়ে আপনার সেরা সাক্ষী। যা কিছুই ঘটুক না কেন আপনার হৃদয়ের শান্তি বজায় রাখুন।
দুই. আমরা পার্থিব জিনিসের সাথে আরও বেশি ডুবে যাচ্ছি আর আমরা ভুলে যাচ্ছি মৃত্যুর অনিবার্যতা। এটি যে কোনও সময় আসতে পারে; তবুও আমরা সবসময় মনে করি আমাদের বেশ সময় আছে। খুব বেশি দেরি নয় আমরা শীঘ্রই এটি বুঝতে পারব। আর কবরে আফসোসে ভরা লোকদের মধ্যে থাকতে যাবেন না!
তিন. তাদেরকে বিশ্বাস করতে দেবেন না যে নিজেকে ভালবাসার মানে স্বার্থপর হওয়া। এটা মোটেই নয়। নিজেকে ভালবাসার প্রয়োজন রয়েছে। যখন আপনি নিজেকে ভালোবাসেন, তখন আপনার কাছে অন্যদের দেওয়ার জন্য আরো বেশি কিছু থাকে। সর্বোপরি, আপনি আত্মসচেতন হোন। সর্বশক্তিমান আপনাকে সর্বোত্তম উপায়ে তৈরি করেছেন এবং যদি তারা এটি পছন্দ না করে তবে তারা তাদের মতো এগিয়ে যেতে পারে।
চার. আপনার সময় অনুযায়ী কিছু না ঘটলে হতাশ হবেন না। প্রার্থনা করুন যেন আপনার অপেক্ষা করার সময় সর্বশক্তিমান আপনাকে চূড়ান্ত ধৈর্য দান করেন। নিজেকে ক্রমাগতভাবে মনে করিয়ে দিন যে এতে যত বেশি সময় নেবে ততই তিনি আপনার জন্য সঞ্চয় বাড়িয়ে রাখবেন। ফলাফলটি দেখে আপনি অবাক হবেন এবং অনেক বেশি আনন্দিত হবেন!
পাঁচ. কেউ কেউ আছেন যারা আপনি যাই বলুন বা করুন না কেন আপনাকে ভুল বুঝবেন। তারা শুধু আপনার যাত্রায় থাকার জন্যই আছে, কাজের জন্য নয়। মনে রাখবেন, আপনি আপনার উদ্দেশ্য পূরণ করছেন, তাদের উদ্দেশ্য নয়। তাই এটি একটি ভিন্ন পথের জন্য আহ্বান। উদ্বিগ্ন হবেন না। সর্বশক্তিমান এমন লোক পাঠাবেন যারা আপনার জীবনে থাকা উচিত
দ্রষ্টব্যঃ
মানুষের ভেতর মুমিনদের শত্রুতার বেলায় অবশ্যই আপনি ইহুদি ও মুশরিকদের সর্বাধিক কঠোর পাবেন। আর আপনি মুসলমানদের সঙ্গে সম্প্রীতির ক্ষেত্রে সর্বাধিক নিকটবর্তী পাবেন তাদের, যারা বলে, ‘আমরা নাসারা- খ্রিস্টান।’ এর কারণ হলো, তাদের মধ্যে আলেম ও বিরাগী দরবেশ রয়েছে। আর তারা অহংকার করে না। (সুরা আল মায়েদা, আয়াত ৮২);
হে বিশ্বাসীগণ! তোমাদের মধ্যে কেউ দ্বীন হতে ফিরে গেলে আল্লাহ এমন এক সম্প্রদায় আনয়ন করবেন যাদেরকে তিনি ভালবাসবেন ও যারা তাঁকে ভালবাসবে, তারা হবে বিশ্বাসীদের প্রতি কোমল ও অবিশ্বাসীদের প্রতি কঠোর। তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোন নিন্দুকের নিন্দায় ভয় করবে না, এটি আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি দান করেন। বস্তুতঃ আল্লাহ প্রাচুর্যময়, প্রজ্ঞাময়। (সুরা আল মায়েদা, ৫৪)
* লেখক: মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * অনুবাদ: মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট