বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে অবিলম্বে মুক্তির দাবি করেছেন। তিনি গণগ্রেফতার ও অরাজকতা বন্ধ এবং সকল রাজনৈতিক নেতাদের মুক্তি দাবী করেন।
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বুধবার (২৪ জুলাই ২০২৪) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন-উর-রশিদ। আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে তিনি এ তথ্য জানান। হারুন-উর-রশিদ জানান, ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।