আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি ‘গণহত্যা’র বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলাকে তুরস্কের সমর্থন

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলি ‘গণহত্যা’র বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলাকে সমর্থন করেছে তুরস্ক। বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে তুরস্ক দাবি করেছে, দখলদার ইসরায়েল গাজার উপর চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের গণহত্যা করছে। ১৯৪৮ সালের গণহত্যার অপরাধ প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের অধীনে তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওঙ্কু কেসেলি বলেছেন, তুরস্ক দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলাকে স্বাগত জানায় এবং আশা করে আইসিজে আদালত একটি অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করবে যাতে ইসরায়েলকে গাজায় তাদের আক্রমণ বন্ধ করার নির্দেশ দেয়া হয়।

এক বিবৃতিতে কেসেলি বলেন, গাজায় প্রায় তিন মাস ধরে ২২ হাজারেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ইসরায়েল হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। যারা এর জন্য দায়ী তাদের অবশ্যই আন্তর্জাতিক আইনে জবাবদিহি করতে হবে, তাদেরকে কোনোভাবেই ছাড় দেয়া উচিত নয় উল্লেখ করে তিনি। তুরস্ক আশা প্রকাশ করেছে, প্রক্রিয়াটি যত দ্রুত সম্ভব সম্পন্ন হবে।

ইসরায়েলের সামরিক বাহিনী গাজার হাসপাতাল, অ্যাম্বুলেন্স, আবাসিক এলাকা এবং মসজিদ সহ অনেক ধরণের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে। অবরুদ্ধ ছিটমহলের আশেপাশের সমস্ত এলাকাগুলি ধ্বংসস্তূপে পরিণত করেছে।

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে)

দক্ষিণ আফ্রিকার দায়ের করা এই মামলায় বলা হয়েছে, আইসিজে অবিলম্বে ‘ইসরায়েল গণহত্যা চুক্তির শর্তাবলীর বাধ্যবাধকতা লঙ্ঘন করছে বলে জরুরি ভিত্তিতে ঘোষণা প্রদান এবং দখলদার রাষ্ট্রকে ‘অবিলম্বে সীমা লঙ্ঘনের সকল কিছু বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’

জাতিসংঘের গণহত্যা কনভেনশন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধিতে গণহত্যাকে “সম্পূর্ণ বা আংশিকভাবে, একটি জাতীয়, জাতিগত, জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে ধ্বংস করার অভিপ্রায়ে প্রতিশ্রুতিবদ্ধ” হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে।

আইন বিশেষজ্ঞ, জাতিসংঘের কর্মকর্তা এবং ৪০০ জনেরও বেশি পণ্ডিত ইতিমধ্যে সতর্ক করেছেন যে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা করছে। সূত্র: মিডল ইস্ট আই, মিডল ইস্ট মনিটর ও জেরুজালেম পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *