আন্তবর্তী সরকার গঠন করা হবে, সব হত্যার বিচার হবে : সেনাবাহিনী প্রধান

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে বক্তব্য দিয়েছেন। সকলকে তিনি শান্ত হবার আহবান জানিয়েছেন। বলেছেন, সব হত্যার বিচার হবে। একটি আন্তবর্তী সরকার গঠন করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, সেনা সদর দপ্তরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিক, গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন বলে তিনি উল্লেখ করেন।

বিকাল ৪টায় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে দেয়া ভাষণে সেনাপ্রধান আরো বলেন, আপনারা আশাহত হবেন না। আপনাদের দাবি পূরণ করবো। দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনবো। আপনারা দয়া করে সাহায্য করবেন। সব অরাজকতা ও সংঘর্ষ থেকে বিরত থাকবেন। প্রতিটি হত্যার বিচার হবে। দেশের অনেক ক্ষতি হচ্ছে। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। সেনাবাহিনী শান্তিশৃঙ্খলা বজায় রাখার কাজ করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুলকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার অনুরোধ করেছেন বলে জানিয়েছেন সেনা প্রধান। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয় পার্টির সিনিয়র নেতা আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু প্রমুখ ছিলেন বলে জানা গেছে। বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো নেতা ছিলেন না।

এদিকে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে উড্ডয়ন করেন। এ সময় তাঁর ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন। তাঁরা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গে গেছেন বলে জানা গেছে।

অপরদিকে লাখো লাখো  মানুষ রাজপথে নেমে এসেছেন। তারা সর্বত্র উৎসবে মেতে ওঠেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *