চাঁদপুর জেলা সমিতি যুক্তরাজ্যের ২০২৫–২০২৭ কার্যনির্বাহী কমিটির প্রথম আনুষ্ঠানিক সভা লন্ডনের ইফেস গৌর্মে অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের আগামী দুই বছরের কর্মকৌশল নির্ধারণ এবং সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ব্যাপক পর্যালোচনা করা হয়।

সভায় নবগঠিত কমিটির সকল সদস্যকে স্বাগত জানান সংগঠনের সভাপতি মোঃ জসীম উদ্দিন। তিনি চাঁদপুর জেলা সমিতি যুক্তরাজ্যের মাধ্যমে জন্মভূমির উন্নয়ন, সমিতির সদস্যদের মধ্যে ঐক্য ও সহায়তা বাড়ানো, পারস্পরিক সম্মান ও বিশ্বাসের পরিবেশ তৈরি, নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা ভাগাভাগি, এবং খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে সমিতির কর্ম তৎপরতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।

সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল কাদের।
সভায় আলোচনার নির্ধারিত বিষয়সূচি অনুসারে পরবর্তী সভার সিদ্ধান্ত অনুমোদন করা হয়। তারপর সংগঠনের সেক্রেটারিয়েট পোর্টফোলিও বণ্টন ও দায়িত্ব প্রদান, গত দুই মাসের কার্যক্রম পর্যালোচনা, সদস্য সংগ্রহ অভিযান (টিভিসি, ফ্লায়ার ও সামাজিক যোগাযোগ মাধ্যম কার্যক্রম), কোম্পানিজ হাউসে পরিচালক পরিবর্তন, নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা, বার্ষিক কার্যক্রম ডায়েরি প্রস্তুতি, নতুন কমিটি ইনস্টলেশন অনুষ্ঠান ইত্যাদি বিষদভাবে আলোচনা হয়। কার্যনির্বাহী সদস্যদের দায়িত্ব গ্রহণ উৎসবের জন্য সম্ভাব্য তারিখের (১১ বা ১৮ জানুয়ারি ২০২৬) প্রস্তাব উত্থাপন করা হয়।
কার্যনির্বাহী কমিটির (২০২৫–২০২৭) মোঃ জসীম উদ্দিন–সভাপতি, ব্যারিস্টার মোঃ আসাদুজ্জামান–সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মোঃ সোলাইমান প্রদাণ–ভাইস প্রেসিডেন্ট, মোঃ ইমরান রহমান–ভাইস প্রেসিডেন্ট, মিসেস স্মৃতি আজাদ–ভাইস প্রেসিডেন্ট, মোঃ আব্দুল কাদের–ভাইস প্রেসিডেন্ট, মোঃ হাবিবুর রহমান–ভাইস প্রেসিডেন্ট, মোঃ ফখরুল ইসলাম চৌধুরী–সাধারণ সম্পাদক, মোঃ হাসান কামরুজ্জামান– লিগ্যাল ও যুগ্ম সাধারন সম্পাদক, মোঃ মাহাবুবুল আলম খান (একাউন্ট্যান্ট)–কোষাধ্যক্ষ, মোঃ সোহেল আহমেদ–মেম্বারশিপ ও সহকারী যুগ্ম সম্পাদক, মোঃ ইকবাল হোসেন মিয়াজী–সাংগঠনিক সম্পাদক, মোঃ মিজানুর রহমান–অফিস সম্পাদক, ক্যাপ্টেন দেলোয়ার হোসেন–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মোঃ আশিকুর চৌধুরী–সাংস্কৃতিক সম্পাদক, মিস ফারজানা আক্তার–মহিলা বিষয়ক সম্পাদক, মিস ইয়াসমিন আক্তার–সহকারী সাংগঠনিক সম্পাদক, মোঃ ফজলে রাব্বি–ছাত্র কল্যাণ সম্পাদক, শরিফুল ইসলাম–মিডিয়া ও প্রেস সম্পাদক।
৭ সদস্য এডভাইজারি কমিটির মধ্যে রয়েছেন: মোঃ আনোয়ার খান–সলিসিটর, প্রতিষ্ঠাতা সভাপতি, মোঃ আনোয়ার হোসেন খোকন–সাবেক সভাপতি, মোঃ আতাউর রহমান–সাবেক সভাপতি, ড. এনামুল হক–একাউন্ট্যান্ট, ড. হাফিজুর রহমান–অধ্যাপক, ইউনিভার্সিটি অব কেমব্রিজ, ড. ইমরানুল হক-অধ্যাপক, ইউনিভার্সিটি অব ম্যানচেষ্টার, মোঃ সাহাবুদ্দিন–সাবেক কোষাধ্যক্ষ ও মোঃ জহিরুল ইসলাম।

