আনজুমানের ৩দিনব্যাপী তাফসীর মাহফিলের ১ম দিনে উপস্থিতি ব্যাপক

বাংলাদেশ সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহর স্মৃতি বিজড়িত আনজুমানে খেদমতে কুরআন সিলেটের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিনেই ধর্মপ্রাণ জনতার উপস্থিতি ছিল ব্যাপক। ৩দিনব্যাপী মাহফিলের ১ম দিনে তাফসীর পেশ করেন শায়খ মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা আব্দুল্লাহ আল আমীন, প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান, মাওলানা কমর উদ্দিন, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল হাই জিহাদী, মাওলানা আব্দুল হক, ড. মাওলানা এএইচএম সোলায়মান, মাওলানা মাশুক আহমদ প্রমুখ।

১ম দিনের বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন যথাক্রমে শায়খ মাওলানা আব্দুস সালাম মাদানী, মাওলানা আব্দুল মতিন চৌধুরী শাহবাগী ও অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

২য় দিন শুক্রবার ও ৩য় দিন শনিবার মাহফিলে তাফসীর পেশ করবেন আল্লামা ইসহাক আল মাদানী, ড. মিজানুর রহমান আজহারী, শায়খ মোহাম্মদ শাহ ওয়ালী উল্লাহ, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, মুফতী মাওলানা আমীর হামজা, অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, মাওলানা সাদিকুর রহমান আল আজহারী, মুফতী আলী হাসান উসামা, আল্লামা সাঈদী পুত্র শামীম বিন সাঈদী, লন্ডন প্রবাসী মিডিয়া ব্যক্তিত্ব আজমল মসরুর প্রমূখ।

১ম দিন বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৫) বেলা ৩টায় উদ্বোধনী আনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন। ঘোষণা পাঠ করেন মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ।

আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সাধারণ সম্পাদক হাফিজ মিফতাহুদ্দীনের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নকিব আহমদ ক্বারী আব্দুল হাই। মাহফিল সঞ্চালনা করেন মাওলানা ইসলাম উদ্দিন, মাওলানা সাদিক সিকান্দার, মাওলানা মাহবুবুর রহমান ও মাওলানা মুশাহিদ আহমদ।

অনুষ্ঠানে হামদ-নাত পরিবেশন করেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- শাবি’র অঙ্গিকার শিল্পীগোষ্ঠী, আহ্বান শিল্পীগোষ্ঠী, দিশারী শিল্পীগোষ্ঠী ও মহানগর শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ।

মাহফিলের ২য় দিন শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং ১১ জানুয়ারী শনিবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহিলাদের জন্য বিশেষ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিল সফলের লক্ষ্যে বুধবার (৮ জানুয়ারি) বিকেলে এমসি কলেজ মাঠে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তুতির কথা জানিয়েছেন আয়োজকবৃন্দ। আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মিফতাহুদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, আনজুমানের সহসভাপতি ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর, তাফসীর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, ড. নূরুল ইসলাম বাবুল, সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, উপাধ্যক্ষ মাওলান সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মাওলানা ইসলাম উদ্দিন, লন্ডন প্রবাসী আলেমে দ্বীন মাওলানা আশরাফুল ইসলাম, এডভোকেট আলিম উদ্দিন, ব্যবসায়ী নুরুল আলম, মুফতী আলী হায়দার, সাবেক কাউন্সিলার সোহেল আহমদ রিপন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *