আদালতে আত্মসমর্পণের আগে আইনজীবীকে সরিয়ে দিলেন ট্রাম্প

আমেরিকা সাম্প্রতিক
শেয়ার করুন

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপের অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার আদালতে আত্মসমর্পণ করার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তার ফুলটন কাউন্টি আদালতে আত্মসমর্পণ করার কথা। এর আগেই ট্রাম্প মামলার শীর্ষ আইনজীবীকে সরিয়ে অন্য একজনকে নিয়োগ দিয়েছেন।

জর্জিয়ায় ট্রাম্পের শীর্ষ আইনজীবী ছিলেন ড্রিউ ফিন্ডলিং। তার স্থলে ট্রাম্প স্টিভেন শ্যাডোকে নিয়োগ দিয়েছেন। শ্যাডো খ্যাতিমান আইনজীবী হিসেবে পরিচিত। গতকাল সকালেই তিনি ট্রাম্পের মামলার পেপার প্রস্তুত করেন। সন্ধ্যায় ট্রাম্পের হয়ে আদালতে যুক্তি-তর্ক উপস্থাপন করবেন স্টিভেন শ্যাডো। আইনজীবী শ্যাডো ফৌজদারি অপরাধ বিষয়ে বিশেষজ্ঞ। ট্রাম্পের আরেক আইনজীবী জেনিফার লিটল শ্যাডোর সঙ্গে কাজ করবেন।

শ্যাডো এক বিবৃতিতে জানিয়েছেন, তার মক্কেল কোনো অপরাধ করেননি। তিনি নির্দোষ। আইনজীবী বলেন, বিচারক যদি নিরপেক্ষভাবে ন্যায়বিচার করেন তাহলে মামলাটি বাতিল হয়ে যাবে। তিনি বলেন, প্রেসিডেন্টের বিরোধী প্রার্থী হিসেবে ট্রাম্পকে ফাঁসাতে চেষ্টা করছেন প্রসিকিউটররা। অথচ এই নীতি মার্কিন বিচার পদ্ধতিতে নেই। পরিবর্তন করার এক দিন আগে ট্রাম্পের মুক্তির বিনিময়ে প্রসিকিউটরদের সঙ্গে ২ লাখ ডলারের চুক্তি করেন ফিন্ডলিং এবং অন্যান্যরা। —সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *