আত্ম-মমতায় ডুবে যাবেন না : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. জীবন আসলেই একটা অভিযাত্রা। এতে সফল তিনিই হন যিনি তার ভারসাম্য না হারিয়ে উত্থান-পতনে চলতে পারেন। অতীতের কথা চিন্তা করবেন না, আত্ম-মমতায় ডুবে যাবেন না, আগে করা ভুলের পুনরাবৃত্তি করবেন না, নেতিবাচকতার দিকে মনোনিবেশ করবেন না, যাত্রা পথে অন্যদের সাহায্য করুন, আপনি যেখানেই যান দয়া ছড়িয়ে দিন।

দুই. এ সময় বেশ কঠিন। সামনের যে রাস্তা তা প্রতিবন্ধকতায় ভরা। সর্বশক্তিমান। আপনার স্মরণের মধ্য দিয়ে আমাদের অন্তরকে শান্তিতে রাখুন। চোখের পলকেও যেন আমরা আপনাকে ভুলে না বসি। আমরা জানি সব কিছু আবার ভালো হয়ে যাবে; এটা আপনার প্রতিশ্রুতি। আমাদের ঈমানের উপর মজবুতভাবে অটল রাখুন। আমীন।

পূনশ্চঃ

এক. আপনি যখন আপনার জিহ্বাকে শাসন করতে শিখবেন, তখন আপনি অন্যদের বাছাই করা, বিচার করা ও নিন্দা করা বন্ধ করবেন। তারপরে আপনি আপনার নিজের দুর্বলতার দিকে মনোনিবেশ করবেন।

দুই. এই জীবনে, সব ধরণের মানুষের সাথে আপনার দেখা হবে। তাদের মধ্যে, যাদের সাথে আপনি যুক্তিসঙ্গত মতবিনিময় করতে পারবেন না; তারা কোনোভাবে আপনার কথাকে বিকৃত করে অথবা আপনাকে সম্পূর্ণ বিভ্রান্তিতে ফেলে। এরপর আপনাকে বলে যে আপনিই এমন এক ব্যক্তি যিনি জানেন না কিভাবে যোগাযোগ করতে হয়। এই ধরনের লোকদের এড়িয়ে চলা বা তাদের কাছ থেকে দূরে থাকাই ভালো।

তিন. আপনি যখন সর্বশক্তিমানের সান্নিধ্য পাবেন, তখন আপনি একান্তভাবেই মাটির সাথে থাকবেন। পার্থিব কোন কিছুই আপনাকে কাঁপাতে বা প্রভাবিত করতে পারবে না যাতে আপনি নিজের বোধবুদ্ধি হারিয়ে ফেলেন। আপনার অভ্যন্তরীণ শান্তি বজায় থাকবে। আপনাকে সহজেই উস্কে দেওয়া যাবে না। আপনি নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। আপনি প্রতিকূলতার মধ্যেও শান্ত থাকবেন!

চার. সামাজিক গণমাধ্যমে অন্যের দিকে তাকানো ও তাদের জীবনযাত্রার জন্য আকুল হওয়া স্বাভাবিক। পরের বার আপনি যখন নিজেকে এই কাজটি করতে দেখেন, থামুন এবং ভাবেন যে আপনার জীবনকে তাদের সাথে তুলনা করা ভাল। কিন্তু আপনি তাদের জীবনের সেই অংশ দেখছেন যেটি তারা আপনাকে দেখাতে চায়। আপনার কাছে তাদের জীবনের পুরো গল্পটি নেই!

পাঁচ. সর্বশক্তিমান আপনার পথে যেসব পরীক্ষা প্রেরণ করেন তার প্রতিটিতে একটি শিক্ষণ মুহূর্ত থাকে। প্রতিটি কষ্ট আপনাকে শক্তিশালী করে তোলে; প্রতিটি বিশ্বাসঘাতকতা আপনাকে বুদ্ধিমান করে তোলে, প্রতিটি ব্যর্থতা আপনাকে আরও দৃঢতর করে তোলে। ততক্ষণ তিনি আমাদের পরীক্ষা করে যাবেন আমরা যতক্ষণ না এর উদ্দেশ্য পাঠ না করতে পারি। শিখতে থাকুন! জীবনের সবসময় একটা পাঠ থাকে!

ছয়. সর্বশক্তিমান। আপনার কাছে আমাদের সমস্ত পাপের জন্য ক্ষমা চাই। আপনি জানেন আমরা কত ধরনের সীমালঙ্ঘন করেছি এবং কতটা পাপ করেছি। আমাদের মনোযোগের অভাবের জন্য আমাদের দায়ী করবেন না। বারবার তালগোল পাকানোর জন্য আমাদের শাস্তি দেবেন না। আমাদের সাথে সহনশীল হতে থাকুন। আমীন।

দ্রষ্টব্যঃ

আল্লাহ তোমাদেরকে তো বহুক্ষেত্রে সাহায্য করেছেন এবং হুনাইনের যুদ্ধের দিনেও; যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে উৎফুল্ল করেছিল। কিন্তু তা তোমাদের কোন কাজে আসেনি এবং পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তা তোমাদের জন্য সঙ্কুচিত হয়েছিল, অতঃপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে। তারপর আল্লাহ তাঁর নিকট হতে তাঁর রসূল ও বিশ্বাসীদের উপর সান্ত্বনা বর্ষণ করলেন; যাতে তাদের চিত্ত প্রশান্ত হয় এবং এমন এক সৈন্যবাহিনী অবতীর্ণ করলেন, যা তোমরা দেখতে পাওনি এবং তিনি অবিশ্বাসীদেরকে শাস্তি প্রদান করলেন। আর এটিই অবিশ্বাসীদের কর্মফল। (সূরা আত তাওবা: ২৫-২৬)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক)  ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *