আটকে গেল ইউক্রেন ও ইসরায়েলে যুদ্ধকালীন তহবিলের অগ্রিম ১১০ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

প্রেসিডেন্ট জো বাইডেন কংগ্রেসে ইউক্রেন ও ইসরায়েল এবং অন্যান্য যুদ্ধের জন্য কোটি কোটি ডলার চেয়ে ক্যাপিটল হিলে কঠোর প্রতিরোধের সম্মুখীন হয়েছেন।

বুধবার ইউক্রেন ও ইসরায়েলের যুদ্ধকালীন তহবিলের অগ্রিম ১১০ বিলিয়ন ডলার আটকে দিয়েছেন মার্কিন সিনেটের রিপাবলিকানরা।

মার্কিন সীমান্তত নীতিতে পরিবর্তনগুলি অন্তর্ভুক্ত করতে প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে তারা এটি করেছেন বলে দাবি করছেন।

মার্কিন সিনেটে ৪৯-৫১ ভোটে সহায়তা প্রস্তাবটি আটকে যায়। সিনেটে প্রস্তাবটি পাস হতে ৬০ ভোটের প্রয়োজন ছিল।

এর আগে জো বাইডেন বলছিলেন, এটি ‘অত্যাশ্চর্য’ যে কংগ্রেস এখনও কয়েক বিলিয়ন ডলার সামরিক ও অর্থনৈতিক সহায়তা অনুমোদন করেনি।

মার্কিন কংগ্রেস ইউক্রেনে সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্রস্তাব আটকে দেয়ায় জো বাইডেন ‘বিস্ময়’ প্রকাশ করার কয়েক ঘণ্টা পর সিনেটে এ ঘটনা ঘটল।

প্রেসিডেন্ট বাইডেন এব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এর ফলে কিয়েভে ভয়াবহ পরিণত ঘটতে পারে এবং তা হবে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের জন্য একটি ‘উপহার’।

হোয়াইট হাউসে বক্তব্য রাখতে গিয়ে বাইডেন আরো বলেন, সহায়তা প্যাকেজে ভোট দেয়ার শর্ত হিসেবে রিপাবলিকানরা সীমান্ত নীতির কথা বলছে। আসলে তারা আমাদের জাতীয় নিরাপত্তা নিয়ে সঙ্ঘাতের পথ বেছে নিয়েছে। সূত্র : পিবিএস নিউজ

 


 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *