আজ বৃটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক

যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

সাঈদ চৌধুরী

বৃটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক আজ। রাণী দ্বিতীয় এলিজাবেথের উত্তরসূরী হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহন করবেন। তিনি হচ্ছেন বৃটেনের ৪০তম রাজা। ৭০০ বছর আগে তৈরি সিংহাসনে বসবেন, ১৬৬১ সালে তৈরি সেন্ট এডওয়ার্ডের মুকুট পরিয়ে দেয়া হবে তাকে।

চার্লসের অভিষেক অনুষ্ঠানকে স্বাগত জানানোর জন্য লন্ডনে বিশ্বনেতাদের আগম ঘটেছে। প্রায় ১০০টি দেশের সরকার প্রধান সহ ২০৩টি দেশের প্রতিনিধি এসেছেন। ১৯৫৩ সালে রাণী দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়েছিল। ৭০ বছর পর আরেকটি অভিষেক উপভোগ করছে বৃটেনসহ বিশ্ববাসী।

ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে হবে রাজ্যাভিষেকের অনুষ্ঠান। সাড়ে নয়শ বছর ধরে এখানেই রাজাদের অভিষেক হয়। সে ঐতিহ্যের ধারাবাহিকতায় সাজানো হয়েছে ওয়েস্টমিনিস্টার অ্যাবে। আলোয় আলোয় ঝলমল করছে লন্ডন নগরি। রাজকীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা বৃটেন জোড়ে চলছে সাজো সাজো রব।

২০২২ সালের ৮ সেপ্টেম্বর বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ইহত্যাগ করেছেন। সেদিন থেকেই সিংহাসনের উত্তরাধিকারী হয়েছেন তারই বড় ছেলে। ৭৪ বছর বয়সী প্রিন্স চার্লস এখন কিং চার্লস।

বৃটেন ছাড়াও কমনওয়েলথের আরও ১৪টি দেশের রাজা হলেন তিনি। দেশগুলো হচ্ছে অ্যান্টিগা ও বারবুডা, অস্ট্রেলিয়া, দ্য বাহামাস, বেলিজ, কানাডা, গ্রেনাডা, জামাইকা, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি দ্বীপপুঞ্জ, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সোলোমন দ্বীপপুঞ্জ ও তুভালু।

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে চার্লসের অভিষেক অনুষ্ঠান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে এই অভিষেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *