আজানে মুগ্ধ হয়ে ইউক্রেনীয় নারীর ইসলাম গ্রহণ

ধর্ম ও দর্শন সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

তুরস্ক গিয়ে আজানের ধ্বনিতে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন ইউক্রেনের এক নারী। ডেইলি সাবাহের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দারিয়া ইয়ারোশেনকো নামে ওই নারী তুরস্কের বুসরা প্রদেশের ঐতিহাসিক ইজনিক জেলায় যান। সেখানে এক রেস্টুরেন্টে তার স্বামীসহ খেতে বসছিলেন। এসময় তার কানে আসে হায়া সোফিয়ার আজানর ধ্বনি। ওই আজান শুনে মুগ্ধ হয়ে যান ইয়ারোশেনকো। এরপর তিনি তার স্বামীসহ ওই মসজিদে যান এবং মুয়াজ্জিন ওসমান চাকমাকের সঙ্গে দেখা করেন, যিনি আজান দিচ্ছিলেন।

বৃহস্পতিবার ইয়ারোশেনকো সংবাদ সংস্থা আনাদলুকে বলেন, মুয়াজ্জিনের আজানের কণ্ঠে তিনি অনেক মুগ্ধ। তিনি বলেন, ‘আমি অনুভব করলাম আমার ভেতরে কিছু একটা কম্পিত হচ্ছে। আমি ইন্টারনেটে কোরআন নিয়ে গবেষণা করলাম এবং তারপর আমি মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিই।’

বর্তমানে ইউক্রেনের এই নারী তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়ালোভা শহরে বাস করছেন। মুসলিম হওয়ার পর নাম পরিবর্তন করে রেখেছেন দেরিয়া। দেরিয়া জানান, ইউক্রেনের চলমান যুদ্ধে তার আত্মীয়দের নিয়ে তিনি অনেক চিন্তিত। যুদ্ধ শেষ হলে তিনি দেশে ফিরবেন।

ইজনিকের মুফতি উজেইর ইয়াভাস বলেন, ‘আজানে মুগ্ধ হয়ে ইয়ারোশেনকো তাদের সঙ্গে যোগাযোগ করেন। পবিত্র রমজান মাসে এই বিস্ময়কর ঘটনার জন্য আমরা অত্যন্ত আনন্দিত।’ তিনি জানান, ইয়ারোশেনকোকে তারা একটি কোরআন উপহার দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *