‘আছাদুজ্জামান দেশে ফিরে সব অভিযোগের জবাব দেবেন’

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

আছাদুজ্জামান দেশে ফিরে সব অভিযোগের জবাব দেবেন – দেশ রুপান্তরের শিরোনাম। খবরের বিস্তারিত হল অবৈধ সম্পদ অর্জনের যে তথ্য সংবাদমাধ্যমে এসেছে, তা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘জ্ঞাত আয়ের বাইরে এবং আমার জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো সম্পদ আমার বা আমার পরিবারের নেই।’

অভিযোগ ওঠার পরে সস্ত্রীক বিদেশে পালিয়ে যাওয়ার খবর মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘মূলত হৃদরোগের চিকিৎসার জন্য, ডাক্তারের পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আমি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে এসেছি। চিকিৎসা শেষে আমি আগামী ২২ জুন দেশে ফিরব, ইনশাআল্লাহ।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশে এসে এসব অপপ্রচারের জবাব দেব ইনশাআল্লাহ।’

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের তথ্য বেরিয়ে আসার পর এ নিয়ে যখন আলোচনা চলছে, তখন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার ‘অবৈধ সম্পদ’ অর্জনের বিষয়ে তথ্য প্রকাশ পায়।

নতুন সময়সূচিতে অফিস-ব্যাংক – মানবজমিনের খবর। ঈদুল আজহার ছুটির পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীদের প্রথম কর্মদিবসেই নতুন সময়সূচি অনুযায়ী শুরু হয়েছে। আর সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে তাল মিলিয়ে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে বুধবার থেকে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত। এতদিন ব্যাংক লেনদেন হ‌য়ে‌ছিল সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা এবং ব্যাংকগুলোর অফিস চলতো সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

বন্যা-বৃষ্টির চাপ নিতে পারছে না সিলেট – প্রথম আলোর অন্যতম প্রধান শিরোনাম এটি। খবরে বলা হয় রাস্তাঘাট তলিয়ে গেছে। কারও কারও ঘরে কোমর থেকে বুকসমান পানি। ডুবেছে খেতের ফসল, ভেসে গেছে পুকুরের মাছ।

প্লাবিত হয়েছে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানও। পানিবন্দী এলাকায় দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। বিপদ আরও বাড়াচ্ছে টানা বৃষ্টি। এমন পরিস্থিতিতে মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। এবার বর্ষা মৌসুম শুরু হতে না হতেই দ্বিতীয়বারের মতো বন্যার পানিতে ডুবল সিলেট। গত সোমবার শুরু হওয়া বন্যার পানিতে জেলার প্রায় ৮০ শতাংশ তলিয়ে গেছে।

আবহাওয়াবিশেষজ্ঞ ও পরিবেশবিদেরা বলছেন, বন্যা ও বৃষ্টির পানির চাপ কোনোক্রমেই নিতে পারছে না সিলেট। সুরমা ও কুশিয়ারা নদী খননের কাজ না হওয়ায় এবং জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের এক হাজার ৭৮ কোটি টাকার প্রকল্প কাজে না আসায় অল্প বৃষ্টি ও উজানের ঢলে নগরসহ তলিয়ে যাচ্ছে জেলার বেশির ভাগ এলাকা।

সিলেট অঞ্চলে পানিবন্দি সাড়ে ১৩ লাখ মানুষ – ইত্তেফাকের প্রধান শিরোনাম এটি। তাদের খবরে বলা হয় সিলেটে টানা বর্ষণ ও ঢল অব্যাহত রয়েছে। প্রধান নদী সুরমা, কুশিয়ারা, সারি নদীর ছয়টি পয়েন্টে বন্যার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সুরমা ও কুশিয়ারা অববাহিকার অন্তত: সাড়ে ১৩ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

সিলেট ও সুনামগঞ্জ শহরের অর্ধেকের বেশি বাসা-বাড়ি পানির নিচে তলিয়ে গেছে। শহর থেকে শুরু করে গ্রাম সর্বত্রই পানি। ঈদুল আজহার আগের রাত থেকে শুরু হওয়া বৃষ্টি থামছেই না। আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেট অঞ্চলে আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটে ২০২২ সালের মতো পরিস্থিতি ঘটতে পারে— এমন আতংক বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে। এছাড়া ইত্তেফাকের আরেকটি শিরোনাম – রংপুর গাইবান্ধা ও কুড়িগ্রামে বন্যার আশঙ্কা

PM’s India visit to focus on Mongla port management, power trade – অর্থাৎ প্রধানমন্ত্রীর ভারত সফরে নজর থাকবে মোংলা বন্দর ব্যবস্থাপনা ও জ্বালানি বাণিজ্যে, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনাম এটি। বিস্তারিত বলা হচ্ছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আগামীকাল দুই দিনের সফরে দিল্লি যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে মূল এজেন্ডা থাকবে আন্ত:সীমান্ত যোগাযোগ ও মোংলা বন্দরের ব্যবস্থাপনা।

এছাড়াও আলোচনায় উঠে আসবে তিস্তা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভারতের বিনিয়োগ, জ্বালানি বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূ্ত্রে জানা গেছে একটি বিশেষ বাণিজ্য চুক্তিও হতে পারে।

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত শতাধিক – বণিক বার্তার খবর এটি। বলা হচ্ছে এবারের ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে শতাধিক ব্যক্তির। এর মধ্যে ১৩ থেকে ১৭ জুন পর্যন্ত পাঁচদিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৯৩ জনের মৃত্যু হয়েছে বলে তথ্য দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সরকারি এ সংস্থার দৈনিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদন বলছে, পাঁচদিনে দুর্ঘটনা ঘটেছে সব মিলিয়ে ৯৫টি। এসব ঘটনায় আহত হয়েছে আরো ১০৪ জন। এর বাইরে ঈদের পরদিন ও গতকাল সড়ক দুর্ঘটনায় আরো ২০ জন প্রাণ হারিয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

মহাসড়কে মোটরসাইকেল ও ইজিবাইক চলাচল করায় সারা দেশে এসব দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া বেপরোয়া ড্রাইভিং ও দুর্ঘটনা বেড়ে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন তিনি।

এ বছর অবিক্রীত থেকে গেল ২৫ লাখ ৭১ হাজার গবাদিপশু – নয়া দিগন্তের খবর। বলা হয় এ বছর সারা দেশে কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ছিল এক কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি। কোরবানি হয়েছে এক কোটি চার লাখ আট হাজার ৯১৮টি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, এবার ২৫ লাখ ৭১ হাজার ৪৪৯টি গবাদিপশু অবিক্রীত থেকে গেছে। এতে আরো বলা হয়, গত বছর (২০২৩) সারাদেশে কোরবানি হয়েছিল এক কোটি ৪১ হাজার ৮১২টি। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে ময়মনসিংহ বিভাগে।

সেই পুরনো ধারায় চামড়ার বাজার – সমকালের শিরোনাম এটি। খবরে বলা হয়, করোনা মহামারীর বছর ২০২০ সালে ধস নেমেছিল চামড়ার বাজারে। কোরবানির চামড়ার দাম কিংবা ক্রেতা না পেয়ে নদী-নালা বা ভাগাড়ে অনেক চামড়া ফেলে দেয়ার ঘটনা ঘটে। পরের বছরও ঐ অবস্থার খুব বেশি উন্নতি হয় নি।

তবে ২০২২ সাল থেকে একটু একটু করে বেড়েছে দাম। ইঙ্গিত ছিল এবারের ঈদকেন্দ্রিক মৌসুমি চামড়ার বাজার ঘুরে দাঁড়ানোর। তবে হতাশ হতে হয়েছে বিক্রেতাদের। সরকার নির্ধারিত দর অনুযায়ী ছোট গরুর চামড়ার ন্যূনতম দাম ঢাকায় ১২০০ টাকা ও ঢাকার বাইরেএক হাজার হওয়ার কথা থাকলেও ঢাকাতেই বড় গরুর চামড়ার দাম ১২০০ টাকা ছোঁয়নি।

Hajj death toll surges past 900 – হজ্জ পালন করতে গিয়ে মৃতের সংখ্যা ৯০০ ছাড়ালো – এমন শিরোনামে ডেইলি স্টারের খবরটিতে বলা হচ্ছে গতকালও পরিবার ও বন্ধুরা যখন নিখোঁজ হজ্জযাত্রীদের সন্ধান করে চলেছেন, তখন প্রচন্ড গরমে সেখানে মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।

মক্কায় তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে উঠে যাওয়ায়, হজ্জযাত্রীদের উদ্বিগ্ন আত্মীয়রা বিভিন্ন হাসপাতালে ও খবরে খোঁজ নিতে থাকেন। সারা বিশ্বের প্রায় ১৮ লাখ লোক এবারের হজ্জে অংশ নিচ্ছেন যাদের বেশিরভাগই বৃদ্ধ ও দুর্বল। এক আরব কূটনীতিক সংবাদ সংস্থা এএফপিকে জানান অত্যাধিক গরমে শুধু মিশরীয়দের মধ্যেই একদিনে মৃতের সংখ্যা ৩০০ থেকে বেড়ে কমপক্ষে ৬০০ ছাড়িয়ে গেছে।

এবার কি ভাগ্য বদলাবে বাংলাদেশের – খেলা নিয়ে কালের কন্ঠের শিরোনাম। পত্রিকাটি লিখেছে অ্যান্টিগায় ব্রায়ান লারা এক ইনিংসেই চার শ রানের রেকর্ড ইনিংসটি খেলেছিলেন। ক্যারিবীয় ক্রিকেটের মতো জৌলুস হারিয়েছে দ্বীপপুঞ্জের উইকেটগুলোও। টি-টোয়েন্টির পরিসংখ্যান বলছে, এ মাঠে প্রথমে ব্যাট করা দলের গড় স্কোর মোটে ১২৮।

আবার চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এই মাঠেই ওমানের ১৫০ রানের ইনিংস ৪১ বল বাকি রেখেই টপকে গিয়েছিল স্কটল্যান্ড। অস্ট্রেলিয়া কিংবা অ্যান্টিগা নিয়ে বাংলাদেশ দলের ইতিহাসে কোনো সুখস্মৃতি নেই। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে নয় বারের সাক্ষাতের সবগুলোই জিতেছে অস্ট্রেলিয়া।

অ্যান্টিগায় দুটি করে টেস্ট আর ওয়ানডেতে একই হাল বাংলাদেশ দলের। বৈশ্বিক আসরে দশম সাক্ষাতে কি ভাগ্য বদলাবে বাংলাদেশ দলের? বদলাতে পারে, যদি ‘মুমূর্ষু’ অবস্থা থেকে উঠে দাঁড়ায় বাংলাদেশ দলের টপ অর্ডার। সুপার এইটে কাল ভোর সাড়ে ছয়টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ১০ জনের মৃত্যু – যুগান্তর ছাপিয়েছে এই খবরটি। এতে বলা হচ্ছে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে একই পরিবারের চার জনসহ ১০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন স্থানীয়। বাকিরা ‘রোহিঙ্গা’ বলে জানা গেছে।

ভারি বর্ষণের কারণে মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত উখিয়ার ১, ৮, ৯, ১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান। – বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *