আওয়ামী লীগ ও বিএনপি সম্পর্কে ড. আসিফ নজরুল

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

আওয়ামী লীগ ও বিএনপি সম্পর্কে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও জনপ্রিয় লেখক ড. আসিফ নজরুল।

শনিবার (১ জুন ২০২৪) ড. আসিফ নজরুল লিখেছেন ‘আওয়ামী লীগ কিভাবে জনপ্রিয় হতে পারে?’ তার কয়েক ঘন্টা আগে লিখেছেন ‘বিএনপি কিভাবে শক্তিশালী হতে পারে?’ এরপরই নানা রকম মন্তব্য ও সমালোচনার ঝড় তোলেন নেটিজেনরা। দুটি স্ট্যাটাস হুবহু এখানে দেওয়া হল।

আওয়ামী লীগ কিভাবে জনপ্রিয় হতে পারে?

আমার ধারনা আওয়ামী লীগের জনপ্রিয়তা কমার দিকে। জনপ্রিয়তা যে খুব প্রয়োজনীয় তা সম্ভবত দলের শীর্ষ নেতৃত্বও ভাবেন না। তবে আমি মনে করি, কিছু পদক্ষেপ নিলে আওয়ামী লীগের জনপ্রিয়তা পুনরুদ্ধার করা সম্ভব।

১) দূর্নীতিবাজ, ব্যাংক লুটপাটকারী ও অর্থ পাচারকারী চক্রের কিছু শীর্ষ ব্যক্তির বিচার করে ২) দলের নেতৃত্বে ত্যাগী ও সৎ নেতাদের সংখ্যা বৃদ্ধি করে ৩) দ্রব্যমূল্য রোধে সর্বাত্নক ব্যবস্থা নিয়ে ৪) ভারত থেকে সরে এসে চীনমুখী পদক্ষেপ নিয়ে ৫) বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হলে ভারত উদ্বেগ প্রকাশ করে, ঠিক সেভাবে ভারতে মুসলমানদের নির্যাতন হলে তার প্রতিবাদ করে ৬) ১৮ বছরের উপরে সবার বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষনের ব্যবস্থা করে
৭) সামজিক নিরাপত্তা কর্মসূচীর আওতা বাড়িয়ে এবং সেখানে দূর্নীতি ও স্বজনপ্রীতি দুর করে
৮) বেগম জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করে, ড. ইউনুসকে হয়রানি বন্ধ করে ৯) কথাবার্তায় অশালীনতা, দম্ভ আর মিথ্যাচার কমিয়ে এনে।

জনপ্রিয়তা তলানীতে থাকলে আওয়ামী লীগ কখনো সুষ্ঠু নির্বাচন হতে দিবে না। আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি তাই দেশের স্বার্থে প্রয়োজন।

বিএনপি কিভাবে শক্তিশালী হতে পারে?

বিএনপি নিয়ে আমার সমালোচনামূলক একটা বক্তব্য অনেকে দেখেছেন। সেখানে মূলত বিএনপির গবেষনা ও প্রচারণা কার্যক্রমের চরম দুর্বলতার কথা বলা হয়েছিল। সেদিনের অনুষ্ঠানে আমার আরো কিছু বলার ইচ্ছে ছিল, সময়ের কারণে বলিনি। সেদিন প্রশ্ন করার ইচ্ছে ছিল, বিএনপির ষ্টিয়ারিং কমিটিতে মেজর হাফিজ বা আবদুল্লাহ আল নোমান নেই কেন? বা ৭০ বছরের নীচের কেউ সেখানে নেই কেন? রাজশাহীর একজন জনপ্রিয় মেয়র ছিলেন, মিজানুর রহমান মিনু, উনি এবং উনার মতো ঢাকার বাইরের নেতারা কই এখন?
বিএনপির বিভিন্ন স্তরের নেতৃত্ব নির্ধারনেও ভুল রয়েছে। ঢাকার নেতারা বারবার ব্যর্থ হচ্ছে, এর বিকল্প নিয়ে কি ভাবা হয় ঠিকমতো? বিএনপির সাইবার সেল, বা অনলাইন কার্যক্রম দুর্বল কেন? কর্মীদের মামলায় লড়ার জন্য জেলায় জেলায় আইনজীবী সেল আছে কি?

বিএনপিকে সব ধরনের ভুল এড়াতে হবে, আরো শক্তিশালী হতে হবে। দেশের গনতন্ত্র রক্ষার জন্য শক্তিশালী দ্বিদলীয় ব্যবস্থা বাংলাদেশে অপরিহার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *