আইএসের হামলায় কাবুলে নিহত ৮

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়াদের আবাসিক এলাকায় বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। শুক্রবারের এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

স্থানীয় পুলিশ জানায়, বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮ জন। তবে এক বিবৃতিতে আইএস দাবি করেছে, কাবুলের পশ্চিমে চালানো এই হামলায় ২০ জন হতাহত হয়েছেন।

আফগান পুলিশের মুখপাত্র খালিদ জারদান বলেন, ‘জনাকীর্ণ স্থানে এই বিস্ফোরণ ঘটে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ঘটনার পর আহত ব্যক্তিদের সাহায্য করতে লোকজন ছুটে আসছেন।নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সবজির ভ্যানে বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণে নারী, শিশুসহ ৫০ জনের বেশি হতাহত হয়েছেন।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, আহত ব্যক্তিদের বেশির ভাগেরই অবস্থা গুরুতর। ২০১৪ সাল থেকে আফগানিস্তানে সক্রিয় আইএসের অনুগত গোষ্ঠীটি। গত বছরের আগস্টে তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর আইএসকে সবচেয়ে গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র : রয়টার্স

আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *