অস্ত্র নিয়ন্ত্রণের দাবিতে আমেরিকায় বিক্ষোভ

আমেরিকা সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

হাজার হাজার মানুষের অংশগ্রহণে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি, বৃহৎ শহর নিউইয়র্ক ও আরো কয়েকটি শহরে অস্ত্র নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। ‘মার্চ ফর আওয়ার লাইভস’ নামে ওয়াশিংটন ডিসিতে সবচেয়ে বড় সমাবেশটি হয় গত ১১জুন, শনিবার। আয়োজকরা আশা করেছিলো সমাবেশ আরও বড় হবে। তবে এতে মাত্র ৩০ হাজার মানুষ যোগ দেয়।

একই দিন নিউইয়র্কের সমাবেশে এক হাজারের বেশি মানুষ অংশ নেন। তারা ব্রুকলিন ব্রিজ থেকে ম্যানহাটন সিটি হল পর্যন্ত পদযাত্রা করেন।

আমেরিকায় সম্প্রতি বেশ কয়েকটি প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনার পর এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। তাই সমাবেশ থেকে মার্কিন আইন প্রণেতাদের প্রতি অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার আহ্বান জানানো হয়েছে।

সমাবেশে আমেরিকার গুরুত্বপূর্ণ পর্যায়ের ব্যক্তিত্ব, সমাজ ও মানবাধিকার কর্মী এবং অস্ত্র সহিংসতা থেকে বেঁচে যাওয়া লোকজন বক্তব্য রাখেন।এ সময় ২০১৮ সালে ফ্লোরিডার পার্কল্যান্ড স্কুলে বন্দুক সহিংসতা থেকে বেঁচে যাওয়া ডেভিড হগ বলেন, বন্দুক সহিংসতা থেকে যদি আমাদের সরকার স্কুলশিশুদের রক্ষা করতে না পারে, তাহলে তাদের এখন সরিয়ে দেয়ার সময় এসেছে।

পোর্টল্যান্ড স্কুলে নিহত এক শিক্ষার্থীর বাবা বলেন, নির্বাচিত নেতারা যতক্ষণ পর্যন্ত দেশে বন্দুক সহিংসতা দমন করতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত স্কুলছাত্রদেরকে ক্লাস বর্জন করা উচিত।

এদিকে সমাবেশের আয়োজকদের কাছে প্রেসিডেন্ট জো বাইডেন এ ধরনের সমাবেশ অনুষ্ঠান অব্যাহত রাখার তাগিদ দিয়ে বার্তা পাঠান।

মার্টিন লুথার কিংয়ের নাতনি প্রেসিডেন্টের বার্তা সম্পর্কে বলেন, বন্দুক সহিংসতা ও অস্ত্র নিয়ন্ত্রণের দাবি কোনো রাজনৈতিক বিষয় নয়।

সম্প্রতি নিউ ইয়র্কের বাফেলো সিটি শপিংমলে গত ১৪ মে এক বন্দুকধারীর হামলায় অন্তত ১২ জন নিহত হয়। এ ছাড়াও টেক্সাসের ইউভ্যাল্ডির এলিমেন্টারি স্কুলে আরেক বন্দুক হামলায় ২১ জন নিহত হওয়ার পর আমেরিকা জুড়ে অস্ত্র নিয়ন্ত্রণ কঠোর করার দাবি ওঠেছে।

সূত্র: পার্সটুডে

আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *